Sudipta: ফুলশয্যাতেও রংমিলান্তি! সুদীপ্তা-সৌম্যর 'সুহাগ রাত'-এর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস

Last Updated:

Sudipta: গায়ে হলুদ থেকে বিয়ে, রিসেপশন, সুদীপ্তা-সৌম্যর প্রতিটা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এবার ফুলশয্যার ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷

ফুলশয্যাতেও রংমিলান্তি! মালাবদল থেকে মিষ্টিমুখ, সুদীপ্তা-সৌম্যর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস
ফুলশয্যাতেও রংমিলান্তি! মালাবদল থেকে মিষ্টিমুখ, সুদীপ্তা-সৌম্যর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস
কলকাতা: টলিউডে বিয়ের রেশ যেন এখনও কাটছে না৷ গত ১ লা মে জাঁকজমক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ ৪ বছরের প্রেমিক সৌম্যর সঙ্গে চার হাত এক হয়েছে অভিনেত্রীর৷ গায়ে হলুদ থেকে বিয়ে, রিসেপশনের প্রতিটা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ প্রতিটা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী৷ এবার ফুলশয্যার ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷
গত বুধবার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান হয়েছে সুদীপ্তা ও সৌম্যর৷ বৃহস্পতিবার ছিল রাজকীয় গ্র্যান্ড রিসেপশন৷ রাজকন্যার বেশে রিসেপশনের লুকে সকলকে চমকে দিয়েছেন টলি নায়িকা৷ প্রতিটা ছবিতেই লাস্যময়ীকে দেখতে উপচে পড়েছিল ভিড়৷ এবার ফুলশয্যার ছবি দেখতে হামলে পড়েছেন ভক্তরা৷ পুরো আচার অনুষ্ঠান মেনেই ফুলশয্যার নিয়ম পালন করলেন সুদীপ্তা ও সৌম্য৷ সেই ছবিও নেটদুনিয়ার হটকেকে৷ মালাবদল থেকে মিষ্টিমুখ সবটাই সেরেছেন নিয়ম মেনে৷
advertisement
advertisement
advertisement
ফুলশয্যার ঘরের একঝলক দেখেই চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ গোটা ঘর ফুল ও মায়াবী আলোয় সাজানো৷ বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ভালবাসার লাল হৃদয়৷ ফুলশয্যার পোশাকেও ছিল রংমিলান্তি৷ কনের বাড়ি থেকে আসা পোশাক পরেই ফুলশয্যা আচার পালন করেছেন দুজনে৷ গোলাপি রঙের সিল্কের শাড়ি পরে নজর কেড়েছেন সুদীপ্তা, বউয়ের সঙ্গে ম্যাচ করেই পাঞ্জাবি পরেছিলেন সৌম্য৷
advertisement
advertisement
বিয়ে থেকে রিসেপশন পুরো অনুষ্ঠানেই রাজকীয় লুকে সেজেছিলেন বর ও কনে৷ তাদের থেকে চোখ ফেরানো দায় ছিল৷ বউয়ের থেকে চোখ সরছিল না তৃণমূল যুবনেতার৷ সৌম্যর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে ভীষণ খুশি অভিনেত্রী৷ বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছেন, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ জান গেছে,আপাতত হানিমুনে যাচ্ছেন না৷ বিয়ে সেরে শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন নায়িকা৷ অন্যদিকে পঞ্চায়েক ভোটের আগে রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন যুবনেতা সৌম্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipta: ফুলশয্যাতেও রংমিলান্তি! সুদীপ্তা-সৌম্যর 'সুহাগ রাত'-এর রোম্যান্টিক ছবি দেখেছেন, না হলেই বড় মিস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement