Kartik Aaryan:তছনছ হয়ে যাচ্ছিল পরিবার, তবুও হাল ছাড়েননি মা, যুদ্ধ জয় করতেই কুর্নিশ জানালেন কার্তিক

Last Updated:

Kartik Aaryan: মারণ রোগ ক্যান্সারকে জয় করেছেন মা মালা তিওয়ারি৷ ক্যান্সারের সঙ্গে মায়ের লড়াইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷

মুম্বই: বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান এখন টিনসেল টাউনের তুরুপের তাস। কার্তিক আরিয়ানকে নিয়ে দিন দিন ক্রেজ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন কার্তিক। বলিউডে তারকা সকলের নয়নের মণি হলেও বাস্তব জীবনেও মায়ের আদরের ছেলে কার্তিক আরিয়ান৷ নিজের সাফল্যে সবার আগে মায়ের জন্য সবটা করেন কার্তিক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়াযর পাতায় মা-কে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেন কার্তিক আরিয়ান৷ যা মুহূর্তে ভাইরাল হয়েছে৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন শেহজাদা অভিনেতা৷ মাতৃদিবসের আগেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে দিলেন অভিনেতা৷ ক্যান্সারের সঙ্গে মায়ের লড়াইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷ মারণ রোগ ক্যান্সারকে জয় করেছেন মা মালা তিওয়ারি৷ এই লড়াইয়ের জার্নি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা৷
advertisement
advertisement
শুক্রবার নিজের ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা৷ তিনি লেখেন- কিছু সময় আগে হঠাৎ মায়ের ক্যান্সার ধরা পড়ে৷ এই মারণ রোগ আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল৷ গোটা পরিস্থিতির কাছে আমরা সকলেই ভীষণ নিরুপায় ছিলাম৷ এতটাই অসহায় ছিলাম যে কি করবো ভেবে পাচ্ছিলাম না৷ কিন্তু মায়ের ইচ্ছাশক্তি ও সহ্য করার ক্ষমতা রয়েছে প্রচুর৷ হাল না ছেড়ে নির্ভীক সৈনিকের মতো লড়াই চালিয়ে গেছেন কার্তিক আরিয়ান৷ ক্যান্সারের ভয়ের থেকে অনেক বড় ছিল মায়ের সাহস৷ এই সাহসের উপর ভর করেই যুদ্ধে জয় করল মা ৷ প্রতি মুহূর্তেই আমার মা কিছু না কিছু শিক্ষা দেম৷ এবং নতুন করেই মায়ের দেখে সবটা শিখছি৷ আমার এবং আমার পরিবার মাকে দেখছি আর বিশ্বাস করি, ভালবাসার চেয়ে বড় শক্তি আর কিছু হয় না৷ ক্যান্সারের সঙ্গে সাহসী যোদ্ধার মতো লড়াই করে সেই যুদ্ধে জয়ী হয়েছেন মা৷ প্রায় ৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি৷ মায়ের এই সাহসীকতাকে সোশ্যাল মিডিয়ার পাতায় কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kartik Aaryan:তছনছ হয়ে যাচ্ছিল পরিবার, তবুও হাল ছাড়েননি মা, যুদ্ধ জয় করতেই কুর্নিশ জানালেন কার্তিক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement