Kartik Aaryan:তছনছ হয়ে যাচ্ছিল পরিবার, তবুও হাল ছাড়েননি মা, যুদ্ধ জয় করতেই কুর্নিশ জানালেন কার্তিক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kartik Aaryan: মারণ রোগ ক্যান্সারকে জয় করেছেন মা মালা তিওয়ারি৷ ক্যান্সারের সঙ্গে মায়ের লড়াইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷
মুম্বই: বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান এখন টিনসেল টাউনের তুরুপের তাস। কার্তিক আরিয়ানকে নিয়ে দিন দিন ক্রেজ বেড়েই চলেছে। ইতিমধ্যেই বলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন কার্তিক। বলিউডে তারকা সকলের নয়নের মণি হলেও বাস্তব জীবনেও মায়ের আদরের ছেলে কার্তিক আরিয়ান৷ নিজের সাফল্যে সবার আগে মায়ের জন্য সবটা করেন কার্তিক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়াযর পাতায় মা-কে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করেন কার্তিক আরিয়ান৷ যা মুহূর্তে ভাইরাল হয়েছে৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন শেহজাদা অভিনেতা৷ মাতৃদিবসের আগেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে দিলেন অভিনেতা৷ ক্যান্সারের সঙ্গে মায়ের লড়াইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷ মারণ রোগ ক্যান্সারকে জয় করেছেন মা মালা তিওয়ারি৷ এই লড়াইয়ের জার্নি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা৷
advertisement
advertisement
আরও পড়ুন-কবে মা হচ্ছেন ক্যাটরিনা? অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বিরাট ‘সুখবর’ দিলেন ভিকি ঘরনি, চমকে যাবেন
শুক্রবার নিজের ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা৷ তিনি লেখেন- কিছু সময় আগে হঠাৎ মায়ের ক্যান্সার ধরা পড়ে৷ এই মারণ রোগ আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল৷ গোটা পরিস্থিতির কাছে আমরা সকলেই ভীষণ নিরুপায় ছিলাম৷ এতটাই অসহায় ছিলাম যে কি করবো ভেবে পাচ্ছিলাম না৷ কিন্তু মায়ের ইচ্ছাশক্তি ও সহ্য করার ক্ষমতা রয়েছে প্রচুর৷ হাল না ছেড়ে নির্ভীক সৈনিকের মতো লড়াই চালিয়ে গেছেন কার্তিক আরিয়ান৷ ক্যান্সারের ভয়ের থেকে অনেক বড় ছিল মায়ের সাহস৷ এই সাহসের উপর ভর করেই যুদ্ধে জয় করল মা ৷ প্রতি মুহূর্তেই আমার মা কিছু না কিছু শিক্ষা দেম৷ এবং নতুন করেই মায়ের দেখে সবটা শিখছি৷ আমার এবং আমার পরিবার মাকে দেখছি আর বিশ্বাস করি, ভালবাসার চেয়ে বড় শক্তি আর কিছু হয় না৷ ক্যান্সারের সঙ্গে সাহসী যোদ্ধার মতো লড়াই করে সেই যুদ্ধে জয়ী হয়েছেন মা৷ প্রায় ৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি৷ মায়ের এই সাহসীকতাকে সোশ্যাল মিডিয়ার পাতায় কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 2:20 PM IST