New Parliament Building: স্বদেশ ছবির গান ও নিজের ভয়েস ওভারে নতুন সংসদ ভবনের ভিডিও শেয়ার শাহরুখের, দেখে কী বললেন নরেন্দ্র মোদি?

Last Updated:

New Parliament Building | Shah Rukh Khan | Narendra Modi : নতুন সংসদ ভবন কেমন হতে চলেছে, কেন হতে চলেছে তার ঝলক-সহ একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খান। পাল্টা ট্যুইট নরেন্দ্র মোদিরও।

নরেন্দ্র মোদি ও শাহরুখ খান (ফাইল ছবি)
নরেন্দ্র মোদি ও শাহরুখ খান (ফাইল ছবি)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন দেশের নতুন সংসদ ভবনের। রবিবারই প্রায় ৭ ঘণ্টা ধরে ভবনের উদ্বোধন অনুষ্ঠান করবেন মোদি। সর্বধর্মসমন্বয় ও দেশের ন্যায়-নিরপেক্ষতার প্রতীক হিসেবে এই সংসদ ভবনকে তৈরি করা হয়েছে বলে দাবি বিজেপির। শনিবারই এই নতুন সংসদ ভবন কেমন হতে চলেছে, কেন হতে চলেছে তার ঝলক-সহ একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
ট্যুইটে একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খান, সেখানে নিজেরই ছবি ‘স্বদেশ’-এর মিউজিক ব্যবহার করে ভয়েস-ওভার দিয়েছেন অভিনেতা। ট্যুইটে শাহরুখ লিখেছেন, ‘কী অসাধারণ একটি নতুন বাড়ি। আমাদের দেশের সংবিধানকে আরও উঁচুতে এবং দেশের প্রতিটা মানুষের মধ্যে বিবিধের মাঝে ঐক্য প্রতিষ্ঠার প্রতীক নরেন্দ্র মোদিজি। নতুন ভারতের জন্য নতুন সংসদ ভবন, কিন্তু সঙ্গে দেশের ঐতিহ্যশালী গরিমা। জয় হিন্দ’। এরই সঙ্গে হ্যাশট্যাগে রেখেছেন, ‘মাইপারলামেন্টমাইপ্রাইড’।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দেবে ভারতের নতুন সংসদ ভবন, উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
শাহরুখের এমন ভিডিও শেয়ার দেখে শনিবারই এর প্রত্যুত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা ট্যুইটে লিখেছেন, ‘দারুণ ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এই নতুন সংসদ ভবন গণতান্ত্রিক দেশের শক্তি ও প্রতীক। ঐতিহ্য ও আধুনিকতার মিশেল’। সঙ্গে তিনিও দিয়েছেন হ্যাশট্যাগ ‘মাইপারলামেন্টমাইপ্রাইড’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে শাহরুখের এমন ভার্চুয়াল কথাবার্তা নিয়ে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
আরও পড়ুন: অভিনয় থেকে কবে অবসর নেবেন শাহরুখ খান? বলিউড বাদশার জবাবে নেটপাড়ায় শোরগোল!
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় গ্রেফতার হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনসিবির হাতে। সেই তদন্তের জল এমন ঘোলা হয়, যে শেষে নির্দোষ প্রমাণ হয় আরিয়ান। পরিস্থিতি এমন হয় যে তদন্তকারী অফিসার খোদ শাহরুখের কাছে টাকা চেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। যার জেরে রাজনৈতিকের তরজা তুঙ্গে ওঠে সেই সময়, শুরু হয় বিতর্ক। এই গোটা পর্বে নিশ্চুপ ছিলেন শাহরুখ। বিরোধীদের অভিযোগ ছিল, বিজেপির রোষের শিকার বাদশা। ঘটনার জেরে বিজেপির সঙ্গে শাহরুখ খানের দূরত্ব আরও বেড়েছে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। যদিও শনিবার সেই বিতর্ক অনেকটাই থামল। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি ফের কাছাকাছি নরেন্দ্র মোদি ও শাহরুখ খান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Parliament Building: স্বদেশ ছবির গান ও নিজের ভয়েস ওভারে নতুন সংসদ ভবনের ভিডিও শেয়ার শাহরুখের, দেখে কী বললেন নরেন্দ্র মোদি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement