Shah Rukh Khan: অভিনয় থেকে কবে অবসর নেবেন শাহরুখ খান? বলিউড বাদশার জবাবে নেটপাড়ায় শোরগোল!
- Published by:Raima Chakraborty
Last Updated:
Shah Rukh Khan: বলিউডের বাদশা, রোম্যান্সিং কিং, কিং খান-- কতই তাঁর ভালবাসার নাম। বলিউডে তাঁর পরে কে হবেন উত্তরসূরী? কবে অভিনয় জীবন থেকে অবসর নেবেন শাহরুখ?
মুম্বই: ভারতীয় সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরার ক্ষেত্রেও বলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে জনপ্রিয়তার শিখরে শাহরুখ খান। বলিউডের বাদশা, রোম্যান্সিং কিং, কিং খান-- কতই তাঁর ভালবাসার নাম। বলিউডে তাঁর পরে কে হবেন উত্তরসূরী? কবে অভিনয় জীবন থেকে অবসর নেবেন শাহরুখ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন শাহরুখ খান। সেখানে অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন অভিনেতা। সম্প্রতি শাহরুখের পাঠান মুক্তি পেয়েছে। যা এই মুহূর্তে দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে সুপারহিট হয়েছে। চার বছরের বিরতির পর স্ক্রিনে ফিরে ফের একবার নিজের জাদু চালিয়েছেন শাহরুখ খান। এই আস্ক এসআরকে সেশনে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, বলিউডে তাঁর পরে সবচেয়ে বড় কী?
advertisement
I will never retire from acting…I will have to be fired…and maybe even then I will come back hotter!! https://t.co/YHSQZ3ndub
— Shah Rukh Khan (@iamsrk) February 20, 2023
advertisement
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
শাহরুখ এই প্রশ্নের জবাবে বলেছেন, 'আমি কোনও দিন অভিনয় থেকে অবসর নেব না... আমাকে তাড়াতে হবে... এবং তারপরেও হয়তো আমি আরও আকর্ষণীয় হয়ে ফিরে আসব!!'। শাহরুখ খান যে কোনও দিনও বিনোদনের জগত থেকে নিজেকে সরিয়ে নেবেন না, এই সেশনে তাঁর বিরাট ভক্তকূলকে সে আশ্বাসই দিয়ে দিলেন এককথায়।
advertisement
আরও পড়ুন: জিনাত-মধুবালা-রেখার পুরনো সাদা-কালো ছবি, সুন্দরী কাকে বলে দেখুন
শাহরুখ খানের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পাঠান ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। রবিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ইতিমধ্যেই এই ছবির হিন্দি ভার্সন ৪৯৩ কোটি টাকা রোজগার করেছে। দেশজুড়ে সব ভাষায় এই ছবি ৫১১ কোটি রোজগার করে ফেলেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 6:02 PM IST