New Bengali Cinema: 'ফাটাফাটি' গান 'জানি অকারণে', প্রথমবারের জন‍্য রোম‍্যান্টিক মেজাজে ঋতাভরী ও আবীর

Last Updated:

New Bengali Cinema: উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি 'ফাটাফাটি' আসছে বড় পর্দায়। টিজারের পর এবার রিলিজ হল 'ফাটাফাটি' ছবির প্রথম গান 'জানি অকারণে'।

'ফাটাফাটি' গান 'জানি অকারণে', প্রথমবারের জন‍্য রোম‍্যান্টিক মেজাজে ঋতাভরী ও আবীর
'ফাটাফাটি' গান 'জানি অকারণে', প্রথমবারের জন‍্য রোম‍্যান্টিক মেজাজে ঋতাভরী ও আবীর
উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি 'ফাটাফাটি' আসছে বড় পর্দায়। টিজারের পর এবার রিলিজ হল 'ফাটাফাটি' ছবির প্রথম গান 'জানি অকারণে'। অরিত্র পরিচালিত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ও 'বাবা বেবি ও'- দুই ছবিতেই সিনেমার গান যে দর্শকদের মনে ধরেছিল তা বলাই বাহুল‍্য। এবারও ব্যতিক্রম হয়নি। শনিবার প্রথম গান 'জানি অকারণে' রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ‘নাটু নাটু’ না চললেই বিপদ করিনার বাড়িতে! জেহ কী করে জানেন? হাসির রোল নেটপাড়ায়
রোম‍্যান্টিক গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং ঈশান মিত্র। অমিত চট্টোপাধ্যায় কম্পসিশন এবং ঋতম সেন সেনের রচনা এই গানের মেরুদণ্ড। গিটারে শুভময় চৌধুরী এবং বাঁশিতে স্বরজিৎ রাতুল গুহ এই গানটিকে প্রাণ দিয়েছেন।গানের দৃশ্যে ঋতাভরী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়কে একে অপরের সঙ্গে রোম‍্যান্টিক মেজাজে দেখা গিয়েছে। গানটি খুব সহজ সরল দাম্পত‍্যের কথা বলেছে।
advertisement
উইন্ডোজ প্রোডাকশন সমাজের নানা সমস‍্যা তাঁদের ছবির মধ‍্যমে তুলে ধরে। এই ছবিটি মূলত বডি শেমিং-এর বিরুদ্ধে কথা বলবে। স্বাস্থ্যবান চেহারার মানুষদের অনেক সময়ই নানা কটূক্তির শিকার হতে হয়। অনেক সময় তাঁরা তাঁদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আর তাঁদের সবার হয়ে কথা বলবে এই কাহিনির নায়িকা ফুলোরা ভাদুড়ির, যার চরিত্রে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। ফুলোরা, শহরতলির একজন দর্জি যে ডিজাইনিং করে অনুভূতি দিয়ে এবং ভালবেসে। কিন্তু চেহারা ভারী হওয়ার কারণে তাঁকে উপহাসের স্বীকার হতে হয়। তিনি কী করে এই প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যাবেন সেই নিয়েই এই ছবির চিত্রনাট‍্য। ঋতাভরীর স্বামীর চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।
advertisement
advertisement
প্রায় এক বছর আগে এই ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছিল। ১২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। উইন্ডোজ প্রোডাকশনের কাজ নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে সবসময়ই। তার উপর প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী ও আবীর। তাই এবার দেখার ১২ মে হলে মুক্তি পাওয়ার পর এই ছবি কতটা সাড়া ফেলতে পারে বক্সঅফিসে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Bengali Cinema: 'ফাটাফাটি' গান 'জানি অকারণে', প্রথমবারের জন‍্য রোম‍্যান্টিক মেজাজে ঋতাভরী ও আবীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement