Kareena's son Jeh on Naatu Naatu: ‘নাটু নাটু’ না চললেই বিপদ করিনার বাড়িতে! জেহ কী করে জানেন? হাসির রোল নেটপাড়ায়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kareena's son Jeh on Naatu Naatu: করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছোট ছেলে জহাঙ্গির আলি খানের এই কাণ্ড শুনে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ছোট্ট নবাবের কীর্তিতে আদরের বন্যা।
তাঁদের মধ্যে যে ছোট্ট নবাবও রয়েছে, সে কথা হয়তো অনেকেই জানেন না। করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছোট ছেলে জহাঙ্গির আলি খানের এই কাণ্ড শুনে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ছোট্ট নবাবের কীর্তিতে আদরের বন্যা।
advertisement
advertisement
সম্প্রতি নিজের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে ছেলের কাণ্ড ফাঁস করলেন করিনা। ‘নাটু নাটু’ গান তাঁর ছেলের বড়ই প্রিয়। সেই গানে নাচতে ভালবাসে জেহ। এতই ভালবাসে যে গানটি না চললে খাবার মুখে তোলে না একরত্তি। শুধু তা-ই নয়, ‘নাটু নাটু’-র তেলুগু ভার্শনটিই চালাতে হবে, হিন্দি ‘নাচো নাচো’ চললে তার ভাল লাগে না। করিনার কথায়, ‘‘যে গান দু’বছর বাচ্চার মনজয় করতে পারে, সেই গান এবং ছবি যে দারুণ প্রভাব ফেলতে পারে, তা তো বলাই বাহুল্য।’’
advertisement
ভারতের জোড়া অস্কার জয়ে গর্বিত করিনা। চলচ্চিত্র জগতের অংশ হিসেবে তিনি অত্যন্ত খুশি বলেই জানালেন। ‘‘আমি খুব গর্বিত যে দর্শকরা আরও বেশি করে সিনেমা দেখছেন। তা হিন্দি ছবিই হোক, আঞ্চলিক ছবি হোক, সমান্তরাল ছবি হোক বা তথ্যচিত্র। লোকেরা ভারতীয় সিনেমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেই দুনিয়ার সদস্য হিসাবে গর্ব এবং কৃতজ্ঞতায় আমার মন ভরে গিয়েছে।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 6:27 PM IST