Kareena's son Jeh on Naatu Naatu: ‘নাটু নাটু’ না চললেই বিপদ করিনার বাড়িতে! জেহ কী করে জানেন? হাসির রোল নেটপাড়ায়

Last Updated:

Kareena's son Jeh on Naatu Naatu: করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছোট ছেলে জহাঙ্গির আলি খানের এই কাণ্ড শুনে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ছোট্ট নবাবের কীর্তিতে আদরের বন্যা।

জেহকে কোলে নিয়ে করিনা, 'নাটু নাটু' গানের দৃশ্য
জেহকে কোলে নিয়ে করিনা, 'নাটু নাটু' গানের দৃশ্য
মুম্বই: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সম্মানিত এসএস রাজামৌলীর ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে সারা দেশের গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের কোণায় কোণায় এই গানের ছন্দে নাচ করছেন কত কত মানুষ।
তাঁদের মধ্যে যে ছোট্ট নবাবও রয়েছে, সে কথা হয়তো অনেকেই জানেন না। করিনা কাপুর খান এবং সইফ আলি খানের ছোট ছেলে জহাঙ্গির আলি খানের এই কাণ্ড শুনে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। ছোট্ট নবাবের কীর্তিতে আদরের বন্যা।
advertisement
advertisement
সম্প্রতি নিজের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে ছেলের কাণ্ড ফাঁস করলেন করিনা। ‘নাটু নাটু’ গান তাঁর ছেলের বড়ই প্রিয়। সেই গানে নাচতে ভালবাসে জেহ। এতই ভালবাসে যে গানটি না চললে খাবার মুখে তোলে না একরত্তি। শুধু তা-ই নয়, ‘নাটু নাটু’-র তেলুগু ভার্শনটিই চালাতে হবে, হিন্দি ‘নাচো নাচো’ চললে তার ভাল লাগে না। করিনার কথায়, ‘‘যে গান দু’বছর বাচ্চার মনজয় করতে পারে, সেই গান এবং ছবি যে দারুণ প্রভাব ফেলতে পারে, তা তো বলাই বাহুল্য।’’
advertisement
ভারতের জোড়া অস্কার জয়ে গর্বিত করিনা। চলচ্চিত্র জগতের অংশ হিসেবে তিনি অত্যন্ত খুশি বলেই জানালেন। ‘‘আমি খুব গর্বিত যে দর্শকরা আরও বেশি করে সিনেমা দেখছেন। তা হিন্দি ছবিই হোক, আঞ্চলিক ছবি হোক, সমান্তরাল ছবি হোক বা তথ্যচিত্র। লোকেরা ভারতীয় সিনেমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেই দুনিয়ার সদস্য হিসাবে গর্ব এবং কৃতজ্ঞতায় আমার মন ভরে গিয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena's son Jeh on Naatu Naatu: ‘নাটু নাটু’ না চললেই বিপদ করিনার বাড়িতে! জেহ কী করে জানেন? হাসির রোল নেটপাড়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement