#মুম্বই: গোটা বলিউড হতবাক ৷ এভাবে মিলে যেতে পারে দু’জনের মুখ ! তবে এরকমটিই ঘটল ৷ দু’জনের মুখের মিল দেখে, পরিচালক মধুর ভান্ডারকর, এমনকী খোদ অভিনেতা নীল নীতেন মুকেশও অবাক !
কাণ্ডটা হল, পরিচালক মধুর ভান্ডারকর তৈরি করতে চলেছেন নতুন এক ছবি ‘ইন্দু সরকার’ ৷ ইন্দিরা গান্ধির জীবনী নিয়েই তৈরি হচ্ছে মধুরের এই ছবি ৷ আর এই ছবিতেই সঞ্জয় গান্ধির চরিত্রে অভিনয় করতে চলেছেন নীল নীতিন মুকেশ ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সঞ্জয় গান্ধির লুকে নীল নীতিন মুকেশের ছবি ৷ আর তা দেখেই হতবাক বলিউড ৷ সঞ্জয় গান্ধির মুখের সঙ্গে একেবারে হুবুহু মিল নীল নীতিনের ! ছবিটি নিজেও ট্যুইটারে শেয়ার করেছেন অভিনেতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Neil Nitin Mukesh, Sanjay Gandhi