এক্সক্লুসিভ: জামশেদপুরের নীরজ সত্যজিৎকে দেখে বুঝতে শেখেন সিনেমা, বাংলা নিয়ে আপ্লুত কবি
- Published by:Sanchari Kar
Last Updated:
নীরজ এক সময়ে থাকতেন জামশেদপুরে। বাংলার রীতিনীতি, সংস্কৃতি, কোনও কিছুই তাঁর অজানা নয়।
#কলকাতা: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন নীরজ কবি। সোমবার দুপুরে নন্দনে অভিনয় সংক্রান্ত ক্লাস নিলেন অভিনেতা। বলা যায়, নিছক কাজের জন্যই কলকাতায় আসা। নিজস্বী তোলার ভিড়, ফ্লাইট ধরার তাড়া- এ সবের মাঝেই ছুঁয়ে দেখলেন এই শহরকে ঘিরে থাকা নস্টালজিয়া।
নীরজ এক সময়ে থাকতেন জামশেদপুরে। বাংলার রীতিনীতি, সংস্কৃতি, কোনও কিছুই তাঁর অজানা নয়। নিউজ18 বাংলাকে অভিনেতা বললেন, "শৈশবে, কলেজে পড়ার সময়ে বহু বার কলকাতা এসেছি। অনেক স্মৃতি এখানে। আমি ওড়িয়া পরিবারের ছেলে। আমাদের কথা বলা, সংস্কৃতিতে বাংলার প্রভাব আছে। এক সময়ে প্রতিবেশী হিসেবেও প্রচুর বাঙালিকে পেয়েছি। বাংলার মানুষজন, সেখানকার ভাষা, খাবার, এ সবই আমার খুব প্রিয়।"
advertisement
সোমবার দুপুরে নন্দনের বাংলা একাডেমির সভাঘরে 'মাস্টার ক্লাস' নেন নীরজ। একজন অভিনেতার সংজ্ঞা কী এবং যে কোনও চরিত্রের জন্য নিজেকে কী ভাবে প্রস্তুত করতে হবে, তা বিস্তারিত ভাবে নিজের বক্তব্যে তুলে ধরেন 'পাতাল লোক' খ্যাত অভিনেতা। কলেজ জীবন থেকেই অভিনয় নিয়ে তাঁর চর্চা শুরু হয়েছিল। স্মৃতির পাতা উল্টে নীরজ বলেন, "সত্যজিৎ রায়ের ছবি দেখে আমি সিনেমা বুঝতে শিখি। ওঁর কাজ আমাকে অনুপ্রাণিত করেছে। আমাদের কলেজে ফিল্ম ক্লাব ছিল। সেই সময়ে সত্যজিৎ রায়ের ছবি দেখেছিলাম। ওঁর পথের পাঁচালি আর দে সিকার বাইসাইকেল থিভস আমাকে ভাবিয়েছিল।"
advertisement
advertisement
মঞ্চ থেকে বড় পর্দা, ওটিটি- সব ক্ষেত্রেই নীরজের অবাধ বিচরণ। বর্তমান সময়ের বহুমাত্রিক বিনোদন নিয়ে কী ভাবছেন নীরজ? ওটিটি-র দৌরাত্মেই কি ক্ষতিগ্রস্ত বক্স অফিসের ব্যবসা? অভিনেতার উত্তর, "প্রথম দিকে হয়তো বিষয়টি কিছুটা তেমনই ছিল। তবে এখন আর সেটা বলা যায় না। সব কিছুরই নিজস্ব একটা জায়গা থাকে। তাই তুলনার অবকাশই নেই।"
advertisement
বলিউড নিয়ে কথা বলতে গিয়েই উঠে আসে বাকস্বাধীনতার প্রসঙ্গ। বিগত কয়েক দিনে শাহরুখ খানের 'পাঠান'কে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিকে বয়কটের ডাক দেয় গেরুয়া সমর্থকদের একাংশ। তা নিয়ে জলঘোলাও কম হচ্ছে না। নীরজকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তা সন্তর্পণে এড়িয়ে যান অভিনেতা। তাঁর সংক্ষিপ্ত উত্তর, "এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কিছু বললে তা নিয়ে অহেতুক বিতর্ক তৈরি হতে পারে।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 7:47 PM IST