Sushant Singh Rajput: সুশান্তকে নিয়মিত মাদক পৌঁছে দিতেন রিয়া, অভিনেতার মৃত্যু তদন্তে মারাত্মক অভিযোগ এনসিবি-র

Last Updated:

শুধু রিয়া বা তাঁর ভাই শৌভিক নন, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে এনসিবি-র চার্জশিটে৷

সুশান্ত মৃত্যু কাণ্ডে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ৷
সুশান্ত মৃত্যু কাণ্ডে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ৷
#মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত একটি মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নামে চার্জশিট জমা দিল এনসিবি৷ রিয়া চক্রবর্তী ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও ৩৪ জনের৷ ২০২০ সালে রহস্যজনক মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের৷
রিয়া চক্রবর্তী ছাড়াও এই চার্জশিটে নাম রয়েছে তাঁর ভাই শৌভিকের৷ চার্জশিটে স্পষ্ট অভিযোগ করা হয়েছে, ভাই শৌভিক এবং অন্যান্য কয়েকজন সহকর্মীর থেকে পাওয়া গাঁজা সুশান্তকে দিতেন রিয়া৷ এনসিবি-র অভিযোগ, কোনও বৈধ লাইসেন্স ছাড়াই এই অভিযুক্তরা বলিউড সহ সমাজের বিত্তশালীদের মধ্যে ড্রাগ সরবরাহ করতেন৷
advertisement
advertisement
তবে শুধু রিয়া বা তাঁর ভাই শৌভিক নন, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে এনসিবি-র চার্জশিটে৷ অভিযোগ, সিদ্ধার্থের মাধ্যমেই ২০১৮ সাল থেকে মাদক সেবন শুরু করেন সুশান্ত৷ সিদ্ধার্থকেই সুশান্তের চরম মাদকাসক্তির জন্য দায়ী করেছে এনসিবি৷ এ ছাড়াও সুশান্তের দুই কর্মীরও নাম রয়েছে চার্জশিটে৷ এদের সবার মাধ্যমেই ড্রাগ পৌঁছে যেত সুশান্তের হাতে৷
advertisement
চার্জশিটে দশ নম্বরে নাম রয়েছে রিয়া চক্রবর্তীর৷ অভিযোগ, স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্ত সহ বেশ কয়েকজনের থেকে গাঁজা পেতেন রিয়া৷ গাঁজার দাম মেটাতেন সুশান্ত অথবা রিয়ার ভাই শৌভিক৷
চার্জশিটে আরও অভিযোগ করা হয়েছে, রিয়ার ভাই শৌভিকের সঙ্গে মাদক পাচারকারীদের নিয়মিত যোগাযোগ ছিল৷ গাঁজা, চরসের মতো মাদক নিয়মিত সুশান্তের কাছে পৌঁছে দেওয়া হত বলেও অভিযোগ করা হয়েছে৷
advertisement
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পুজো সামগ্রীর নামে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই মাদক কিনতেন সিদ্ধার্থ৷ চার্জশিটে নাম রয়েছে অর্জুন রামপালের বান্ধবীর ভাই অ্যাজিসিলাওস ডেমেত্রিয়েডস-এর৷ অভিযোগ এক নাইজেরীয়র থেকে কোকেন কিনেছিলেন তিনি৷ এই চার্জশিট আদালতে জমা দেবে এনসিবি৷ তার পরে তদন্তকারী সংস্থা এবং অভিযুক্তদের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: সুশান্তকে নিয়মিত মাদক পৌঁছে দিতেন রিয়া, অভিনেতার মৃত্যু তদন্তে মারাত্মক অভিযোগ এনসিবি-র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement