Sushant Singh Rajput: সুশান্তকে নিয়মিত মাদক পৌঁছে দিতেন রিয়া, অভিনেতার মৃত্যু তদন্তে মারাত্মক অভিযোগ এনসিবি-র

Last Updated:

শুধু রিয়া বা তাঁর ভাই শৌভিক নন, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে এনসিবি-র চার্জশিটে৷

সুশান্ত মৃত্যু কাণ্ডে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ৷
সুশান্ত মৃত্যু কাণ্ডে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ৷
#মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত একটি মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নামে চার্জশিট জমা দিল এনসিবি৷ রিয়া চক্রবর্তী ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও ৩৪ জনের৷ ২০২০ সালে রহস্যজনক মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের৷
রিয়া চক্রবর্তী ছাড়াও এই চার্জশিটে নাম রয়েছে তাঁর ভাই শৌভিকের৷ চার্জশিটে স্পষ্ট অভিযোগ করা হয়েছে, ভাই শৌভিক এবং অন্যান্য কয়েকজন সহকর্মীর থেকে পাওয়া গাঁজা সুশান্তকে দিতেন রিয়া৷ এনসিবি-র অভিযোগ, কোনও বৈধ লাইসেন্স ছাড়াই এই অভিযুক্তরা বলিউড সহ সমাজের বিত্তশালীদের মধ্যে ড্রাগ সরবরাহ করতেন৷
advertisement
advertisement
তবে শুধু রিয়া বা তাঁর ভাই শৌভিক নন, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে এনসিবি-র চার্জশিটে৷ অভিযোগ, সিদ্ধার্থের মাধ্যমেই ২০১৮ সাল থেকে মাদক সেবন শুরু করেন সুশান্ত৷ সিদ্ধার্থকেই সুশান্তের চরম মাদকাসক্তির জন্য দায়ী করেছে এনসিবি৷ এ ছাড়াও সুশান্তের দুই কর্মীরও নাম রয়েছে চার্জশিটে৷ এদের সবার মাধ্যমেই ড্রাগ পৌঁছে যেত সুশান্তের হাতে৷
advertisement
চার্জশিটে দশ নম্বরে নাম রয়েছে রিয়া চক্রবর্তীর৷ অভিযোগ, স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্ত সহ বেশ কয়েকজনের থেকে গাঁজা পেতেন রিয়া৷ গাঁজার দাম মেটাতেন সুশান্ত অথবা রিয়ার ভাই শৌভিক৷
চার্জশিটে আরও অভিযোগ করা হয়েছে, রিয়ার ভাই শৌভিকের সঙ্গে মাদক পাচারকারীদের নিয়মিত যোগাযোগ ছিল৷ গাঁজা, চরসের মতো মাদক নিয়মিত সুশান্তের কাছে পৌঁছে দেওয়া হত বলেও অভিযোগ করা হয়েছে৷
advertisement
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পুজো সামগ্রীর নামে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই মাদক কিনতেন সিদ্ধার্থ৷ চার্জশিটে নাম রয়েছে অর্জুন রামপালের বান্ধবীর ভাই অ্যাজিসিলাওস ডেমেত্রিয়েডস-এর৷ অভিযোগ এক নাইজেরীয়র থেকে কোকেন কিনেছিলেন তিনি৷ এই চার্জশিট আদালতে জমা দেবে এনসিবি৷ তার পরে তদন্তকারী সংস্থা এবং অভিযুক্তদের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: সুশান্তকে নিয়মিত মাদক পৌঁছে দিতেন রিয়া, অভিনেতার মৃত্যু তদন্তে মারাত্মক অভিযোগ এনসিবি-র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement