National Cinema Day 2024: বিগ বাম্পার! মাত্র ৯৯ টাকায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ, এই দিনেই মিলছে বিশেষ ছাড়, জানুন কোথায়?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
National Cinema Day 2024: সেপ্টেম্বর মাসের ২০ তারিখ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করতে চলেছে পিভিআর আইনক্স। সেই দিনেই এই বিশেষ ছাড়ের সুবিধাটি পাওয়া যাবে।
শিলিগুড়ি: সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর! মাত্র ৯৯ টাকাতেই কাটতে পারবেন পিভিআর আইনক্সের সিনেমার টিকিট। একটি নির্দিষ্ট দিনে গ্রাহকদের জন্য এই বিশেষ ছাড়ের সুবিধা দিতে চলেছে সংস্থাটি। পিভিআর এবং আইনক্সের পক্ষ থেকে একটি নতুন অফারের ঘোষণা করা হয়েছে।
এই অফারটির সৌজন্যে আপনি মাত্র ৯৯ টাকা খরচ করেই দেখতে পারবেন আপনার পছন্দের সিনেমা। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করতে চলেছে পিভিআর আইনক্স। সেই দিনেই এই বিশেষ ছাড়ের সুবিধাটি পাওয়া যাবে।
advertisement
advertisement
অর্থাৎ, আগামীকাল শুক্রবারের জন্য এই অফারটি পিভিআর আইনক্সের সমস্ত সিনেমাহলের ক্ষেত্রে বৈধ থাকতে চলেছে। সিনেমাপ্রেমীরা এই দিনে মাত্র ৯৯ টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের পছন্দের সিনেমা দেখতে পারবেন।রেগুলার সিটের জন্য ৯৯ টাকা দামে টিকিটের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ছাড়ের সুবিধাটি চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ছাড়ের সুবিধা-সহ টিকিট কাটতে ইচ্ছুক ব্যক্তিরা এখনই মাত্র ৯৯ টাকার বিনিময়ে পছন্দের সিনেমার টিকিট বুক করতে পারবেন। তবে শুধুই শুক্রবারের জন্য।
advertisement
শিলিগুড়ির একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্স এর ম্যানেজার সায়ক পাল জানিয়েছেন, “সিনেমা ভারতীয় দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সিনেমার সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ –উদযাপন করতে চলেছি। এই উদযাপনকে কেন্দ্র করে আমরা এখন থেকেই একটি অতুলনীয় উৎসাহ বোধ করছি। গ্রাহকদের থেকে ভাল সাড়া পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”
advertisement
অনির্বাণ রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 8:24 PM IST