Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!

Last Updated:
প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷
প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷
তিরিশ কোটি টাকা প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷ এ দিন মুম্বই এবং রাজস্থান পুলিশ যৌথ অভিযান চালিয়ে নামী এই পরিচালককে তাঁর শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার করে বলে খবর৷ বিক্রম ভাট ছাড়াও এই মামলায় তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট ছাড়াও আরও ছ জন অভিযুক্ত৷
গ্রেফতারির পর বিক্রম ভাটকে বান্দ্রার আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে উদয়পুর নিয়ে যাওয়ার আবেদন জানাবে রাজস্থান পুলিশ৷ সাত দিন আগেই বিক্রম ভাট সহ অভিযুক্তদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল উদয়পুর পুলিশ৷ তাঁদের বিদেশ যাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়৷ ৮ ডিসেম্বরের মধ্যে বিক্রম ভাটকে উদয়পুর পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল৷
advertisement
উদয়পুরের বাসিন্দা অজয় মুরদিয়া নামে একজন চিকিৎসক বিক্রম ভাট সহ বাকিদের বিরুদ্ধে ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন৷ তাঁর অভিযোগ ছিল, ২০০ কোটি টাকা লাভের টোপ দেখিয়ে তাঁর থেকে এই তিরিশ কোটি আত্মসাৎ করেছেন বিক্রম এবং তাঁর ঘনিষ্ঠরা৷ অভিযুক্তদের তালিকায় বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণার নামও রয়েছে৷
advertisement
অজয় মুরদিয়া নামে ওই চিকিৎসক তাঁর প্রয়াত স্ত্রীর নামে একটি বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন৷ নিজের ইচ্ছের কথা উদয়পুরের বাসিন্দা দীনেশ কাটারিয়া নামে এক ব্যক্তিকে জানিয়েছিলেন ওই চিকিৎসক৷ দীনেশের মাধ্যমেই ২০২৪ সালের এপ্রিল মাসে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিও-তে বিক্রম ভাটের সঙ্গে সাক্ষাৎ হয় অজয় মুদারিয়ার৷
advertisement
অভিযোগ, সেই বৈঠকেই সিনেমা তৈরি সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায়িত্ব নিতে রাজি হন বিক্রম৷ তার বিনিময়ে প্রয়োজনীয় অর্থের দাবি জানান তিনি৷ যদিও এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে গ্রেপ্তারির আগে দাবি করেছিলেন পরিচালক।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement