Model: অর্জুন রামপাল, আরবাজ খানের সঙ্গে দেখা যাবে বাংলার এই মেয়েকে! তিনিই গোয়ার সেরা সুন্দরী! জানুন

Last Updated:

Model: জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন লড়াইয়ে নেমেছেন বাংলার এই মেয়ে! এসেছে সাফল্যও! জানলে অবাক হবেন

+
মডেল

মডেল সুন্দরী

উত্তর ২৪ পরগনা: জীবনের কঠিন সংগ্রাম থেকে সাফল্যের মঞ্চে বাংলার এই মডেল, ভিন রাজ্যে সুনাম অর্জন করলেও ব্রাত্য থেকেছেন নিজের শহরেই। এবার বলিউড অভিনেতাদের সঙ্গে বাংলার মঞ্চেই দেখা যাবে তার র‍্যাম্প ওয়াক! ছোটবেলা থেকেই দমদমের যৌথ ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠা। অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা। ছোটবেলাতেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে কয়েক বছরের মধ্যেই সম্পর্কে অবনতি। আজ গর্বের সঙ্গেই নিজেকে “সিঙ্গেল মাদার” হিসেবে পরিচয় দেন বছর ৪২ এর গার্গী ভঞ্জ।
সেই থেকেই ছেলেকে নিয়েই শুরু করেন জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে সেই পথ ছিল না খুব একটা মসৃণ। সম্পর্কের জটিলতায় তাকে বিভিন্ন রকম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি তিনি। নিজেকে সুন্দর করে তোলার মেক-আপ, জুয়েলারি ডিজাইনার এমনকি মডেল হিসেবে তার দক্ষতা ও প্রতিভা দেশের নানা প্রান্তের মানুষের মধ্যে সফলভাবে নিজের জায়গা করে নিতে সাহায্য করেছে এই বঙ্গ তনাকে। গার্গী ভঞ্জ ইতিমধ্যেই গোয়ার সেরা সুন্দরী তকমা পেয়েছেন।
advertisement
advertisement
মুম্বাই, দিল্লি, ভোপাল সহ দেশের বিভিন্ন রাজ্যে র‍্যাম্প শো-তে নিজের সৌন্দর্যকে তুলে ধরে নজর কেড়েছেন এই মডেল। সেলিব্রেটি, সিনেমা পরিচালক থেকে অভিনয়ের প্রস্তাবও এসেছে তার কাছে। তবে তিনি নিজেকে মডেল হিসেবেই যেন মেলে ধরতে পছন্দ করেন। এবার বাংলার বুকে অনুষ্ঠিত হওয়া সেরা তিলোত্তমার মঞ্চে বলিউড অভিনেতা অর্জুন রামপাল, আরবাজ খানদের সঙ্গেই দেখা যাবে গার্গী কে। বাবা অশোক কুমার ভঞ্জ, মা বন্দনা ভঞ্জ সহ গোটা পরিবার তাই মেয়ের এই সাফল্যের উৎসাহ যোগাচ্ছে। কীভাবে কঠিন সময়ে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয় তা দেখিয়েই, গার্গী ভঞ্জ-র জীবন যেন আজ অন্যান্য নারীদের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/বিনোদন/
Model: অর্জুন রামপাল, আরবাজ খানের সঙ্গে দেখা যাবে বাংলার এই মেয়েকে! তিনিই গোয়ার সেরা সুন্দরী! জানুন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement