Mithila Palkar Grandfather Passes Away: প্রয়াত মিথিলা পালকরের 'জান'! শোকে ভারাক্রান্ত লিটল থিংস অভিনেত্রী

Last Updated:

Mithila Palkar: মিথিলা তাঁর ঠাকুরদা ঠাকুমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন, বিশেষ করে ঠাকুরদার নয়নের মণি বলা যায় তাঁকে।

#মুম্বই: বয়সজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন অভিনেত্রী মিথিলা পালকারের (Mithila Palkar) ঠাকুরদা। ৯৪ বছর বয়সে, গত ২৬ মার্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (Mithila Palkar Grandfather Passes Away)। সোশ্যাল মিডিয়ায় ঠাকুরদার  সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগমাখা একটি বার্তা পোস্ট করেছেন মিথিলা (Mithila Palkar Grandfather Passes Away)। “ভালো থেকো আমার জান। ০৯.০২.১৯২৮ - ২৬.০৩.২০২২। আমার মহাবিশ্বের কেন্দ্র এবং আমার সবচেয়ে উত্তেজিত চিয়ারলিডার - আমার ভাউ - কিছু দিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। জীবন কী তা আমি তাঁকে ছাড়া জানি না এবং জানবও না,” লিখেছেন মিথিলা।
advertisement
advertisement
“আমি জানি, তিনি একজন যোদ্ধা এবং তার জীবনের প্রতি যে উদ্যম তা আমরা সবসময় উদযাপন করতে থাকব। আমার কাছে খুব বিশেষ ছিলেন তিনি এবং আমার কাছে নং ১ থেকে যাবেন! ভালো থেকো ভাউ,” লিখেছেন মিথিলা।
ঠাকুরদার (Mithila Palkar Grandfather Passes Away) জন্য মিথিলার করা আবেগঘন পোস্টটি সত্যিই মন কেমন করিয়ে তুলেছে অনেকের। মিথিলার বহু অনুরাগীদের পাশাপাশি সেলিব্রিটিরাও মন্তব্য করে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা, ভালবাসা ব্যক্ত করেছেন।
advertisement
মিথিলা তাঁর ঠাকুরদা ঠাকুমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন, বিশেষ করে ঠাকুরদার নয়নের মণি বলা যায় তাঁকে। হামেশাই এই দু’জনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি এবং ভিডিও শেয়ার করতেন মিথিলা।
ঠাকুরদার (Mithila Palkar Grandfather Passes Away) জন্মদিনে, মিথিলা একটি সুন্দর ছবি পোস্ট করে বলেছিলেন, “শুভ জন্মদিন নং ১! আমার ভালবাসা, আমার হৃদয়, আমার জীবন।”
advertisement
advertisement
Grandparents day- উপলক্ষ্যে একটি দুর্দান্ত ভিডিও আপলোড করেছিলেন মিথিলা। ওই ভিডিওতে ঠাকুরদা-ঠাকুমার বিয়ের অনুষ্ঠানের ছবি ছিল। ভিডিওর শেষে দু’জনকেই একে অপরের হাতে চুমু খেতেও দেখা গিয়েছে।
advertisement
ভিডিওটির ক্যাপশনে মিথিলা লিখেছেন, “শুভ Grandparents day-র শুভেচ্ছা সেই দু'জন মানুষকে যারা আমার পৃথিবীর দুই অংশ। যারা আমাকে তাঁদের সাহচর্যের মাধ্যমে ধৈর্য, ​​অধ্যবসায় এবং রোম্যান্সের আসল সারমর্ম শিখিয়েছেন। পৃথিবীর সমস্ত দাদু-ঠাকুমাদের বলি, তোমরা না থাকলে পৃথিবী নিস্তেজ হয়ে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithila Palkar Grandfather Passes Away: প্রয়াত মিথিলা পালকরের 'জান'! শোকে ভারাক্রান্ত লিটল থিংস অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement