Viral: কলেজে ইংরেজি পড়াতেন, এখন চালাচ্ছেন অটো! ৭৪ বছরের বৃদ্ধের কাহিনিতে স্তম্ভিত নেটিজেনরা

Last Updated:

English Lecturer Turns Auto Driver: নাম পাতাবি রমন এবং তিনি অবসর নেওয়ার পরে ১৪ বছর ধরে অটো চালাচ্ছেন। কর্ণাটকে কোনও চাকরি না পেয়েই মুম্বইয়ে পাড়ি দিতে হয় তাঁকে।

#বেঙ্গালুরু: সক্কাল সক্কাল কাজে বেরিয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা নিকিতা আইয়ার। ব্যস্ত সময়ে গাড়ি ঘোড়া কিচ্ছু না পেয়ে বেজায় বিরক্ত হয়ে দাঁড়িয়েছিলেন হাইওয়েতে। হঠাৎই এক বৃদ্ধ অটোরিকশা চালক এসে তাঁকে জিজ্ঞেস করেন কোথায় যাবেন? নিকিতা খানিক বিরক্ত হয়ে, খানিক হতাশ হয়েই উত্তর দেন, শহরের অন্য প্রান্তে অফিসে যেতে হবে তাঁকে আর ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। এরপর অটোচালকের (English Lecturer Auto Driver) উত্তর শুনে হাঁ নিকিতা! ঝাঁ চকচকে ইংরেজিতে অটোচালক বলেন, “উঠে আসুন, যা ভাড়া মনে হয় দিয়ে দেবেন!” অপার বিস্ময়ে খানিক থমকেই (Viral) যান নিকিতা। বাকিটা জানতে পারেন অটোয় উঠে, তাঁর ৪৫ মিনিটের সফরে। ৭৪ বছর বয়সী ওই অটোচালক আসলে ইংরেজির লেকচারার! লিঙ্কডইন পোস্টে (Viral) নিজের এই অসাধারণ অভিজ্ঞতার কথা লিখেছেন নিকিতা।
অটোয় চড়ে আর কৌতূহল সামলাতে না পেরে নিকিতা জিজ্ঞেস করেই ফেলেন, “এত ভালো ইংরেজি কীভাবে শিখলেন আপনি?” উত্তরে বৃদ্ধ অটোচালক জানান, মুম্বইয়ের একটি কলেজে ইংরেজির প্রভাষক বা লেকচারার ছিলেন তিনি। “তাহলে এবার নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কেন অটো চালাচ্ছি আমি?” বলেন ওই বৃদ্ধ। অটোচালক নিজের জীবনের কথা (Viral) খুলে বলেন নিকিতাকে। তাঁর নাম পাতাবি রমন এবং তিনি অবসর নেওয়ার পরে ১৪ বছর ধরে অটো চালাচ্ছেন। কর্ণাটকে কোনও চাকরি না পেয়েই মুম্বইয়ে পাড়ি দিতে হয় তাঁকে।
advertisement
advertisement
“তাঁকে একটাই প্রশ্ন করা হয়েছিল, ‘তোমার জাত কী?’ এবং যখন তিনি বলেন তাঁর নাম পাতাবি রমন, তারা জানান, ‘আমরা আপনাকে পরে জানাব’।” পোস্টে লিখেছেন নিকিতা। কর্ণাটকের কলেজগুলি থেকে ‘জাতের প্রশ্ন’ পেয়ে বিরক্ত হয়ে মুম্বইতে চলে যান পাতাবি রমন। সেখানে একটি নামী কলেজে চাকরি পান।
advertisement
“শিক্ষকরা ভাল বেতন পান না। সর্বোচ্চ ১০-১৫,০০০ এবং যেহেতু এটা বেসরকারি প্রতিষ্ঠান ছিল, তাই আমার কোনও পেনশন নেই। রিকশা চালিয়ে আমি প্রতিদিন কমপক্ষে ৭০০-১৫০০ টাকা পাই। আমার এবং আমার বান্ধবীর জন্য যথেষ্ট,” হাসতে হাসতে নিকিতাকে বলেন পাতাবি। বান্ধবী কেন? বউ নয়? উত্তরে পাতাবি বলেন, “বউ বললে, স্বামীরা মনে করে সে একজন দাসী যে তোমার সেবা করবে। কিন্তু সে কোনও ভাবেই আমার থেকে নিকৃষ্ট নয়। বরং কখনও কখনও আমার চেয়েও শ্রেষ্ঠ।”
advertisement
অটোচালক পাতাবি আরও (Viral) জানিয়েছেন, তাঁদের একটি ছেলেও রয়েছে। সে তাঁদের ঘরভাড়া দিতে সাহায্য করে। “কিন্তু এর বাইরে, আমরা আমাদের সন্তানের উপর নির্ভরশীল নই। ওরা ওদের মতো জীবন যাপন করে এবং আমরা নিজেদের মতো সুখে জীবনযাপন করি,” বলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: কলেজে ইংরেজি পড়াতেন, এখন চালাচ্ছেন অটো! ৭৪ বছরের বৃদ্ধের কাহিনিতে স্তম্ভিত নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement