Mimi Chakraborty in Mini : অসমবয়সি বন্ধুত্ব ঘিরেই গল্প, ৬ মে মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’

Last Updated:

Mimi Chakraborty in Mini : ছবিটি পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও রাহুল ভঞ্জর প্রযোজনা সংস্থার ছবি 'মিনি'। ভিন্ন স্বাদের গল্প বলে এই ছবি।

এমনিতে শুভেচ্ছা জানালেও মিমি চক্রবর্তীও কি একটু দুঃখ পেয়েছেন? তাঁরও পছন্দের অভিনেতা রণবীর।
এমনিতে শুভেচ্ছা জানালেও মিমি চক্রবর্তীও কি একটু দুঃখ পেয়েছেন? তাঁরও পছন্দের অভিনেতা রণবীর।
কলকাতা : ৬ মে মুক্তি পেতে চলেছে, সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত 'মিনি' (Mini)। ছবিটি পরিচালনা করছেন মৈনাক ভৌমিক।  অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও রাহুল ভঞ্জর প্রযোজনা সংস্থার ছবি 'মিনি'। ভিন্ন স্বাদের গল্প বলে এই ছবি। সরস্বতী পুজোর শুভ সময়ে সম্পূর্ণা, রাহুল ঘোষণা করলেন এই ছবির মুক্তির তারিখ।
'মিনি'- ছবিতে সুন্দর বন্ধুত্ব দেখানো হয়েছে। বন্ধুত্ব সমবয়সীদের মধ্যেই হয়, এমনটাও সব সময় জরুরি নয়, সে কথাও বলে এই ছবি। তরুণী তিতলি ও ছোট্ট মিনির বন্ধুত্বের গল্প বলে এই ছবি। শেষ হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোর কদমে। মিমি চক্রবর্তী, অয়ন্না চট্টোপাধ্যায় ছাড়াও ছবিতে রয়েছেন আরও অনেকে।
advertisement
মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করলেন মিমি চক্রবর্তী। মৈনাকের লেখা চিত্রনাট্যে অভিনয় করলেও, তাঁর পরিচালনায় এই প্রথম কাজ করলেন মিমি। ছবিটি একটি নারী কেন্দ্রিক ছবি। এই ছবিতে একেবারে অন্য রূপে, ভিন্ন অবতারে দেখা যাবে মিমিকে। নায়িকার লুক নিয়েও করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষা।
advertisement
আরও পড়ুন : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?
মিমির কথায়, ‘‘ মৈনাকের সঙ্গে কাজ করতে আমি খুবই উৎসাহী। 'ক্রিসক্রস' ছবির সময় ওঁর সঙ্গে কথাবার্তা হয়েছিল। ছবির চিত্রনাট্য মৈনাকের লেখা। সেই সুবাদেই কথা হয়। আগের লকডাউনে মৈনাক আমার সঙ্গে যোগাযোগ করেন। গোটা লকডাউনে এই একটাই ভাল জিনিস হয়েছে আমার সঙ্গে। আমাকে 'মিনি'  ছবির কথা বলে মৈনাক। পুরো চিত্রনাট্য শোনায়নি। একটা আইডিয়া দেয়। আমার চরিত্রটা খুব পছন্দ হয়। শ্যুটিং-এর সময় আরো ভাল ভাবে বুঝতে পারলাম। একদম এই প্রজন্মের একটি মেয়ের গল্প। তবে সে শেকড় ভোলেনি। ও আত্মনির্ভর কিন্তু পরিবার খুব গুরুত্বপূর্ণ ওর কাছে। সমস্ত সম্পর্ককে দাম দেয় এই মেয়েটি। গল্পটা দারুণ। মৈনাক খুবই কুল থাকে সেটে, খুব মজা করে শ্যুট করছি।’’
advertisement
আরও পড়ুন : জাতীয় সড়কে রয়্যাল বেঙ্গল টাইগার! আলোকচিত্রীর হতাশার ঘুম পাল্টে গেল মুগ্ধতায়
মিমি আরও বলেন, ‘‘আমি খুব ভাগ্যবান যে কেরিয়ারের এই পর্যায় এসে এত ভাল চরিত্র, এত ভাল ছবি পাচ্ছি। 'মিনি'-র মতো নারীকেন্দ্রিক ছবি খুব কমই হয়।’’
advertisement
মৈনাকের কথায়, ‘‘অবশেষে আমি আর মিমি একসঙ্গে কাজ করলাম। এই ছবির বিষয়টা বোঝার জন্য একটা ম্যাচিয়োরিটির দরকার আছে। মিমির মধ্যে সেটা ভরপুর। এই ছবির গল্পে মজা, আনন্দ, দুঃখ, বিরহ সমস্ত অনুভূতি রয়েছে।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty in Mini : অসমবয়সি বন্ধুত্ব ঘিরেই গল্প, ৬ মে মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement