Royal Bengal Tiger on national highway: জাতীয় সড়কে রয়্যাল বেঙ্গল টাইগার! আলোকচিত্রীর হতাশার ঘুম পাল্টে গেল মুগ্ধতায়

Last Updated:

Viral Video: তার রাজকীয় ভঙ্গি মুগ্ধ কেছে নেটিজেনদের৷ বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ ভিডিওটি ট্যুইটারে রি-শেয়ার করার পর নেটিজেনদের আরও নজর কেড়ে নিয়েছে৷

ভলপাহাড়ি : নাগরিক জীবনে বন্যপশুর পদচারণার ছবি এখন নিত্যদিনের ঘটনা ইন্টারেনেটে৷ সেই তালিকায় যোগ হয়েছে জাতীয় সড়কে রয়্যাল বেঙ্গলের পায়চারির ছবি৷ তার রাজকীয় ভঙ্গি মুগ্ধ কেছে নেটিজেনদের৷ বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ ভিডিওটি ট্যুইটারে রি-শেয়ার করার পর নেটিজেনদের আরও নজর কেড়ে নিয়েছে৷ (Royal Bengal Tiger has been spotted strolling on national highway of Tamilnadu)
নতুন করে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাজপথে উদ্দেশ্যহীনভাবে পায়চারি করার পর জঙ্গলে অদৃশ্য হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার৷ তার পর তার আর কোন চিহ্নই নেই! ট্যুইটবার্তা থেকে জানা যাচ্ছে তামিনলনাড়ুর ভলপাহাড়ি এলাকায় বাঘটিকে দেখতে পাওয়া গিয়েছে৷ যে আলোকচিত্রী প্রথমে ছবিটি তুলেছিলেন তাঁকে কৃতিত্বও দিয়েছেন সুশান্ত নন্দা৷ মহাকাব্যিক এই মুহূর্তকে লেন্সবন্দি করেছেন রাজ মোহন৷
advertisement
আরও পড়ুন : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা
সুশান্ত নন্দা শেয়ার করার পর ভিডিওটিতে ভিউজ ছাপিয়েছে ৪৫ হাজার৷ লাইক ৩ হাজারেরও বেশি৷ অনেকেই নিজেদের বাঘ দেখার স্মৃতি শেয়ার করেছেন ট্যুইটারে৷ আলোকচিত্রী রাজ মোহন ভিডিওটি শেয়ার করেছেন ট্যুইটার ও ইনস্টাগ্রাম পেজে৷ তিনি এবং তাঁর স্ত্রী স্ফূর্তি জানিয়েছেন ছবির নেপথ্যাকিহিনিও৷ লিখেছেন, ‘‘ঘুম থেকে উঠে দেখি বাঘ এবং স্থানুবৎ হয়ে গিয়েছিলাম যখন রাজ বাঘ-বাঘ-বাঘ বলে চিৎকার করে ওঠে৷’’ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল ভেসে যাচ্ছে উচ্ছ্বসিত প্রশংসায়৷ বেঙ্গালুরুর এই আলোকচিত্রী জানিয়েছেন একটি সূর্যাস্তের ছবির শ্যুট মনের মতো না হওয়ায় তিনি হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের
মেঘলা আবহাওয়ায় ছবি তুলতে না পেরে হতাশ দম্পতি বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবেন৷ তিন দিন তাঁরা অপেক্ষা করেছিলেন ছবি তোলার জন্য৷ হাতি, সম্বর হরিণ, অজস্র পাখি-সহ বহু বন্য জীবজন্তু তাঁরা দেখেছেন৷ কিন্তু আচমকাই সকাল সাড়ে আটটা নাগাদ অবির্ভূত হয় বাঘ! আলোকচিত্রী জানিয়েছেন, তাঁদের গাড়ি থেকে মাত্র ১০ মিটার দূরেই ছিল বাঘটি৷ চতুষ্পদের রাজকীয় দেহভঙ্গি ভুলতে পারছে না এই দম্পতি৷ তবে যেমন আচমকা এসেছিল, সেরকমই বাঘটি তাদের নজর এড়িয়ে চলেও যায়৷ আর তাকে দেখা যায়নি৷ জানিয়েছেন আলোকচিত্রী স্ফূর্তি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Royal Bengal Tiger on national highway: জাতীয় সড়কে রয়্যাল বেঙ্গল টাইগার! আলোকচিত্রীর হতাশার ঘুম পাল্টে গেল মুগ্ধতায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement