ফের আগুন জ্বালালেন মিয়া খালিফা, প্রাক্তন পর্ন স্টারের টিকটক ভিডিও ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দেখুন ভিডিও--
#মুম্বই: মিয়া খলিফা। লেবাননের প্রাক্তন এই পর্ন তারকাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই! আজও গুগল সার্চে তিনি 'টপ'-এ থাকেন! সম্প্রতি নেট দুনিয়া কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে মিয়া খালিফার একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন পর্ন স্টার বলছেন, তিনি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারেন!
একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেখনে মিয়া বলছেন, 'পাকিস্তানের জন্য আমি আমার প্রাণ দিতে পারি।' মিয়ার এই ভিডিওতে রীতিমত আগুন জ্বলছে! ভারতীয় নেটিজেনরা বেজায় চটেছেন! কারণ, ইতিমধ্যেই বহু পাকিস্তানি মিয়া-ভক্ত এই ভিডিওটি ব্যবহার করে ভারতীয়দের বিদ্রূপ করছেন!
She's taken a lot for Pakistan #miakhalifaِ pic.twitter.com/3ZWeZroWv7
— Anarkali (@bahenHazirHai) September 18, 2020
advertisement
কিন্তু কেন এমন বললেন মিয়া খালিফা ? তবে গোড়া থেকেই বলা যাক! ভিডিওতে দেখা যায়, সৌদি আরবের একটি স্কুলের অনুষ্ঠানে পড়ুয়ারা জানাচ্ছে তারা তাদের দেশকে কতটা ভালবাসে। এক ছাত্রী মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে বলে , সে পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারে। সেই ভিডিওটি ভাইরাল হয়! কোটি কোটি লাইক, ভিউ, শেয়ার! মিয়াও ভাইরাল হওয়া এই ভিডিওর ট্রেন্ডে গা ভাসিয়ে বলে ওঠেন, 'আমি পাকিস্তানের জন্য আমার প্রাণ দিতে পারি।' সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রথম থেকেই জনপ্রিয় ছিল, তারপর চলে আসে টিকটকেও!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2020 4:31 PM IST