হোম /খবর /বিনোদন /
নৃত্য প্রতিষ্ঠান মালশ্রীর ২৫ বছর পূর্তি! মঞ্চে বিশেষ নৃত্যনাট্য উৎসবের আয়োজন

Dance Academy: নৃত্য প্রতিষ্ঠান মালশ্রীর ২৫ বছর পূর্তি! মঞ্চে বিশেষ নৃত্যনাট্য উৎসবের আয়োজন

Dance Academy: এ বছর মালশ্রী বিভিন্ন বিষয় উপস্থাপন করল। যেমন শাস্ত্রীয় নৃত্য, সৃজনশীল, রবীন্দ্রনৃত্য থেকে বাংলার লোকজ রূপ সবের মিশেল ছিল এই উৎসবে।

  • Share this:

কলকাতা: মালশ্রীর পঁচিশ বছরে উত্তরণ নৃত্যনাট্য উৎসব ২০২৩। বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠান মালশ্রী গত ৬ ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে নৃত্যনাট্য উৎসব আয়োজন করেছিল। ভারতীয় শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার  ক্ষেত্রে নিবেদিত মালাশ্রীর ২৫ বছরের যাত্রার একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। এই সংগঠনটি নৃত্যের ঐতিহ্যের প্রকৃত চেতনা সংরক্ষণ ও প্রচারের জন্য নিবেদিতপ্রাণ।

উত্তরণ হল এমন একটি উৎসব, যেখানে মালশ্রী দর্শকের কাছে একটি বিষয়ভিত্তিক ধারণা উপস্থাপন করে থাকে। মানুষের মনে ছবি আঁকতে শিল্পের নিজস্ব ভাষা আছে। শিল্পীরা শিল্পের চেতনার মাধ্যমে নিজের চিন্তাকে উপস্থাপন করতে পারেন, জড় বস্তুকে জীবন দিতে পারেন।

আরও পড়ুন: 'পাঠান'-এর সাফল্যের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন! শাহরুখের ছোট্ট ট্যুইট ঘিরে জল্পনা

আরও পড়ুন: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার

এ বছর মালশ্রী বিভিন্ন বিষয় উপস্থাপন করল। যেমন শাস্ত্রীয় নৃত্য, সৃজনশীল, রবীন্দ্রনৃত্য থেকে বাংলার লোকজ রূপ সবের মিশেল ছিল এই উৎসবে।

 

এ দিনের উপস্থাপনাগুলির মধ্যে উল্লেখযোগ্য 'নাট্যম সুগীতম বাদিত্রম'।  এই অনুষ্ঠান নিয়ে সম্পিতা চট্টোপাধ্য়ায়, মালশ্রীর সম্পাদক  বললেন, " আমি খুবই খুশি এই উৎসব করতে পেরে। করোনার সময় সবই ডিজিটাল মাধ্যমে চলেছে। আবার মঞ্চে এই অনুষ্ঠান নিয়ে ফিরে আসা গেল এটাই খুবই আনন্দের আমাদের সবার কাছে। বিশেষ করে আমাদের সংস্থার পঁচিশ বছর উপলক্ষে সারা বছর নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।"

Published by:Sanchari Kar
First published: