Shah Rukh Khan on Pathaan: 'পাঠান'-এর সাফল্যের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন! শাহরুখের ছোট্ট ট্যুইট ঘিরে জল্পনা
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan on Pathaan: তিন দশক পর কেরিয়ারের অন্যতম সেই সফল ছবিতেই অরুচি 'বাদশা'-র? সম্প্রতি তাঁর একটি ট্যুইট উস্কে দিয়েছে তেমনই প্রশ্ন।
মুম্বই: সেই কবে থেকেই আসমুদ্রহিমাচল প্রেমের প্রতীক তিনিই। তাঁর বাহুডোরে ধরা দিতে চেয়ে দিবাস্বপ্ন বোনে আট থেকে আশি। 'রোম্যান্টিক হিরো' হিসেবেই পৌঁছে গিয়েছিলেন খ্যাতির চূড়ায়। এ হেন শাহরুখ খানের কেরিয়ারে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র অবদানের কথা নতুন করে বলে দিতে হয় না। আদিত্য চোপড়ার তৈরি সেই প্রেমের আখ্যানে 'রাজ'-এর জুতোয় পা গলিয়ে পর্দায় আবির্ভূত হয়েছিলেন তিনি। তার পর যা হয়, তা ইতিহাস। কিন্তু প্রায় তিন দশক পর কেরিয়ারের অন্যতম সেই সফল ছবিতেই অরুচি 'বাদশা'-র? সম্প্রতি তাঁর একটি ট্যুইট উস্কে দিয়েছে তেমনই প্রশ্ন।
প্রেমের সপ্তাহে পর্দায় থাকবে শাহরুখের দুই বিশেষ ছবি- 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' এবং 'পাঠান'। দর্শকদের সেই তথ্য দিয়ে একটি ট্যুইট করে এই দুই ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। সেই ট্যুইট শেয়ার করে শাহরুখ লেখেন, 'আরে ভাই অনেক কষ্টে অ্যাকশন হিরো হয়েছি। তার মধ্যে তোমরা আবার রাজকে ফিরিয়ে আনছ। এই প্রতিযোগিতা আমাকে মেরে ফেলবে। আমি তো পাঠান দেখতে যাব। রাজ তো ঘরের ছেলে।'
advertisement
Arre yaar itni mushkil se action hero bana….and you guys are bringing back Raj…uff!! This competition is killing me!!!! I am going to see #Pathaan …Raj toh ghar ka hai. https://t.co/ImGLi1nC2m
— Shah Rukh Khan (@iamsrk) February 11, 2023
advertisement
প্রেমের সপ্তাহ উপলক্ষে দেশের ৩৭টি শহরে মুক্তি পেয়েছে 'ডিডিএলজে'। ১০ ফেব্রুয়ারি পর্দায় এসেছে শাহরুখ এবং কাজল অভিনীত এই ছবি।
advertisement
শাহরুখের এই পোস্ট দেখে কেউ কেউ প্রশ্ন তুলছেন , দীর্ঘ দিন পর অ্যাকশন হিরো রূপে সাফল্য পেয়ে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন 'বাদশা'? তবে শাহরুখ যে নিছক রসিকতা করেই এই ট্যুইট করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক- এ সব কিছু কাটিয়ে 'পাঠান'-এর হাত ধরে প্রত্যাবর্তন শাহরুখের। রাজার সিংহাসন যে আজও তাঁর, তা বক্সঅফিসের হিসেবনিকেশেই বোঝালেন তিনি। দেখিয়ে দিলেন, আজন্মকালবলিউডের ভালবাসার বিগ্রহ তিনিই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 12:45 PM IST