Shah Rukh Khan: যা তুমি পার, তা কেউ পারবে না! স্বামী আশুতোষের প্রসঙ্গ উঠতেই শাহরুখকে জবাব রেনুকার
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan: 'সার্কাস'-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন রেনুকা। এত বছর তাঁর স্বামী আশুতোষের সঙ্গে 'পাঠান'-এ অভিনয় করলেন 'বাদশা'।
মুম্বই: 'পাঠান' দেখতে চললেন রেনুকা সাহানে। সঙ্গী স্বামী আশুতোষ রানা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনিও। 'পাঠান'-এর সিনিয়রের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। চরিত্রটির নাম কর্নেল সুনীল লুথরা।
স্বামীর সঙ্গে ছবি ট্যুইট করে রেনুকা জানিয়েছিলেন, তিনি 'পাঠান' দেখতে যাচ্ছেন। সেই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ততায় তিনি লেখেন, 'কলোনেল লুথরাজিকে বলবেন আপনি আমার প্রথম হিরোইন। নাকি এটা গোপনই থাকুক। না হলে উনি হয়তো এজেন্সি থেকে আমায় বার করে দেবেন।"
advertisement
advertisement
Col Luthraji ko bataya aapne ki aap meri pehli heroine hain!! Or should we keep it a Top Secret otherwise he may fire me from the agency!!! https://t.co/GsCj5h0vC2
— Shah Rukh Khan (@iamsrk) February 5, 2023
advertisement
প্রসঙ্গত, 'সার্কাস'-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন রেনুকা। এত বছর তাঁর স্বামী আশুতোষের সঙ্গে 'পাঠান'-এ অভিনয় করলেন 'বাদশা'। আর ছোট্ট একটি ট্যুইটে রসিকতার মাধ্যমেই রিল-রিয়েল মিলিয়ে দিলেন তিনি।
শাহরুখের ট্যুইটের উত্তর দিয়েছেন রেনুকা। শাহরুখের রসিকতার রেশ ধরে রেখে তিনি লিখেছেন, হাহাহা ওর (আশুতোষ) থেকে কোনও কথা লুকনো যায় নাকি? তুমিই তো ওকে অন্তর্যামী বলেছ। ও তোমাকে চাকরি থেকে বার করবে না। কারণ তুমি যা করতে পার, তা আর কেউ পারবে না।"
advertisement
Hahaha unsey koi baat chhupti kahaan hai? Aaphi ne unhe antaryaami kahaa hai 😃 aur chaahey jo ho jaaye, woh aapko fire nahi kar saktey kyunki jo kaam aap kartey hain woah koi aur nahi kar saktaa 🤗🙏🏾 https://t.co/D3JitHzCzg
— Renuka Shahane (@renukash) February 5, 2023
advertisement
ট্যুইটারে দু'জনের এই কথোপকথনে আপ্লুত অনুরাগীরা। 'পাঠান' প্রসঙ্গে কথা বলেও নস্টালজিয়া উস্কে দিলেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 7:54 PM IST