ফের ঘর ভাঙল আরবাজের! ছেলে মারফত প্রাক্তন স্বামীর বিচ্ছেদের খবর নিলেন কি মালাইকা

Last Updated:

মালাইকা বলেন, "আমি গুজবে সম্পূর্ণ বিশ্বাস করি না। নিজে যতক্ষণ না আসল খবর জানছি, সেটা বলতে পারব না। তবে আমি ঠিক ওই রকম মানুষ নই যে নাক গলাব।''

#মুম্বই: দ্বিতীয় বার ঘর ভাঙল আরবাজ খানের, জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে বিচ্ছেদ হয়েছে সলমন খানের দাদার। এমনই খবর রটেছে বলিপাড়ায়। জর্জিয়ার একটি মন্তব্যে এই ধারণা উস্কেছে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জর্জিয়া জানান, তিনি এবং আরবাজ কেবলই ভাল বন্ধু। আর তার পর থেকেই জল্পনা, মালাইকা আরোরার পর জর্জিয়ার সঙ্গেও বিচ্ছেদ হল আরবাজের।
অভিনেতার এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন কি মালাইকা? খোঁজ খবর রাখছেন প্রাক্তন স্বামীর? এই প্রশ্নই রাখা হল অর্জুন কাপুরের প্রেমিকার সামনে। প্রশ্নকর্তা খোদ পরিচালক-প্রযোজক করণ জোহর।
advertisement
advertisement
সম্প্রতি চ্যাট শো 'মুভিং ইন উইথ মালাইকা'-তে করণ এই প্রসঙ্গ তুললে মালাইকা বলেন, "আমি গুজবে সম্পূর্ণ বিশ্বাস করি না। নিজে যতক্ষণ না আসল খবর জানছি, সেটা বলতে পারব না। তবে আমি ঠিক ওই রকম মানুষ নই যে নাক গলাব। অনেক অভিভাবকই আছেন যাঁরা সন্তানের মাধ্যমে প্রাক্তনের খোঁজ নেন। আমি সেরকম নই বলেই আরহানকে (মালাইকা-আরবাজ পুত্র) ফোন করেও ওর বাবার ব্যাপারে জানতে চাইনি৷ আরবাজকেও জিজ্ঞাসা করিনি। সীমারেখা টানতে জানি আমি৷ সেটা অতিক্রম করি না।"
advertisement
এই চ্যাট শো-তেই আগের একটি এপিসোডে মালাইকার কথায় জানা যায়, তিনিই আরবাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মালাইকাকে যে ভাবেই হোক নিজের বাড়ি থেকে বেরোতে হত। আর তাই তড়িঘড়ি করে বিয়ে করেছিলেন। তাঁদের সম্পর্কটাও বড়ই সুন্দর ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দু'জনেই পাল্টাতে থাকেন এবং তিক্ত হয়ে যায় বৈবাহিক জীবন। কিন্তু এখন বিবাহবিচ্ছেদের পর আবারও তাঁদের সম্পর্ক সুস্থ হয়েছে। মাঝে মধ্যেই দু'জনকে বিমানবন্দরে একজোটে দেখা যায় ছেলের জন্য। কখনও ছেলেকে মুম্বইয়ে অভ্যর্থনা জানান, কখনও বা ছাড়তে যান প্রাক্তন দম্পতি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের ঘর ভাঙল আরবাজের! ছেলে মারফত প্রাক্তন স্বামীর বিচ্ছেদের খবর নিলেন কি মালাইকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement