৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট

Last Updated:

'থালাইভা'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি 'বাদশা'ও।

বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। তবে হিসেব বলছে, সোমবার ৭২-এ পা দিলেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তাঁর জন্মদিনে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ তারকা। 'থালাইভা'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি 'বাদশা'ও। রজনীকান্তের সঙ্গে তোলা পুরনো এক ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।
নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রজনীকান্তের সঙ্গে লেন্সবন্দি মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাহরুখ। ছবিতে একে অপরের হাত ধরে থাকতে দেখা গিয়েছে দুই তারকাকে। পোশাকেও রংমিলান্তি। সাদা রং বেছে নিয়েছিলেন দু'জনেই।
advertisement
রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, 'সব চেয়ে নম্র, শান্ত ও বড় তারকা। আপনাকে ভালবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।'
advertisement
কিছু দিন বাদে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনিত 'পাঠান' ছবিটি। এই অ্যাকশন-থ্রিলারটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ প্রেমীরা। অন্য দিকে শিঘ্রই মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত 'জেলার' ছবিটি।
advertisement
৭২-এ পা দিয়েও জনপ্রিয়তার শীর্ষে এই তারকা। অভিনয় জগতে এত বছর রাজত্ব করেও জনপ্রিয়তার এক টুকরো জমি ছাড়তে নারাজ তিনি। দুই অভিনেতার এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement