Badshah: পুলিশের নজরে বাদশা! সাইবার অফিসে দিলেন হাজিরা, জনপ্রিয় ব়্যাপারকে নিয়ে তোলপাড় বি-টাউন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Badshah: সোমবার মহারাষ্ট্রের সাইবার অফিসে হাজিরা দিলেন জনপ্রিয় ব়্যাপার৷ মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাদশাকে।
মুম্বই: ব়্যাপার বাদশা আবারও শিরোনামে৷ তবে এবার অন্য বিতর্কে নাম জড়াল বাদশার৷ সোমবার মহারাষ্ট্রের সাইবার অফিসে হাজিরা দিলেন জনপ্রিয় ব়্যাপার৷ মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাদশাকে। ফেয়ারপ্লে নামে একটি অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে বাদশার কী ধরনের যোগ রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলিউডের জনপ্রিয় ব়্যাপারকে।
মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে বাদশাকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে৷ সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গেছে, বাদশার পাশাপাশি বলিউডের আরও ৪০ জন তারকাকে ফেয়ারপ্লে অনলাইন অ্যাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । অনলাইন অ্যাপ ফেয়ারপ্লে-তে আইপিএল দেখার জন্য প্রোমোশন করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷ ফেয়ারপ্লে নামের ওই অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে কী যোগ রয়েছে সেই বিষয়ে জানতেই ৪০ জন তারকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।
advertisement
Maharashtra Police Cyber Cell is questioning rapper Badshah in Mumbai, in connection with the online betting company app ‘FairPlay’. 40 celebrities including the rapper had allegedly promoted the FairPlay app.
(file photo) pic.twitter.com/IFCXbFruW5
— ANI (@ANI) October 30, 2023
advertisement
আইপিএল-এর স্ট্রিমিংয়ের জন্য ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট’ রয়েছে ভায়াকম ১৮-এর কাছে। অভিযোগ উঠেছে এই ম্যাচটি ফেয়ারপ্লে-তে বেআইনিভাবে স্ট্রিম হচ্ছিল৷ এখানেই শেষ নয়, ফেয়ারপ্লে-তে আইপিএল দেখার জন্য একাধিক অভিনেতা প্রোমোশনও করেছেন বলে অভিযোগ উঠেছে৷
advertisement
উল্লেখ্য, ফেয়ারপ্লে অ্যাপ মহাদেব অ্যাপের সঙ্গে সম্পর্কিত৷ এর আগে আর্থিক তছরুপের মামলায় ইডি-র স্ক্যানারে রয়েছে মহাদেব বেটিং অ্যাপ৷ একাধিক তারকাদেরও মহাদেব বেটিং অ্যাপের ঘটনায় তলব করেছে ইডি৷ তালিকায় রয়েছেন, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, সহ আরও অনেকে৷ এবার বাদশাকে নিয়ে বিরাট শোরগোল শুরু হয়েছে বি-টাউনে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 6:29 PM IST