Actor Death: গাড়ির ভিতরে নায়কের দেহ, সৎকারের শোভাযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার স্ত্রী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor Death: স্বামীর অকাল প্রয়াণে জিওন পুরোপুরি ভেঙে পড়েছেন। শোভাযাত্রায় সুন কিউনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন জিওন। অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সন্তানেরা, পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য।
সিওল: মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল বিশ্বখ্যাত অভিনেতা লি সুন কিউনের। গত ২৭ ডিসেম্বর সিওলের সিওনবুক জেলায় তাঁরই গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায় অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতার দেহ। অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়াযর ভিডিও এসেছে প্রকাশ্যে। আর সেখানেই দেখা যায় অভিনেতার স্ত্রী, অভিনেত্রী জিওন হে জিনকে।
The late LeeSunKyun’s funeral procession on 29 Dec, Goodbye Lee Sun Kyun
Hopefully given strength to wife, children and siblings#LeeSunKyun #ChoJinWoong #JungWooSung #ParkSungWoong pic.twitter.com/pRyOsZJ39f— Kdramablog (@kdrama___blog) December 29, 2023
advertisement
অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) শেয়ার করা হয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিওলে লি সুন কিউনের শেষকৃত্য হয়। সেগুলির মধ্যে একটিতে দেখা যায়, স্বামীর অকাল প্রয়াণে জিওন পুরোপুরি ভেঙে পড়েছেন। শোভাযাত্রায় সুন কিউনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হে জিন। অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সন্তানেরা, পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য।
advertisement
৪৮ বছরের অভিনেতা লি সুন কিউনকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঠিক একদিন আগে মাদক সেবনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে। স্থানীয় পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।
advertisement
প্রতিবেদন অনুসারে, পুলিশ এক মহিলার ফোন পেয়েছিলেন, যে তাঁর স্বামী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এবং একটি নোট লিখে গিয়েছেন, যেটাকে সুইসাইড নোট বলে মনে হচ্ছে। পরে পুলিশ নিশ্চিত করে, যে ওই ব্যক্তির নাম লি সান কিউন। প্রতিবেদনে লেখা, পুলিশ লি সান কিউনের গাড়ির ভিতরে জলন্ত চারকোল পাথর পাওয়া গিয়েছে। যার পরে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 12:13 AM IST