Actor Death Mystery: গাড়ির ভিতরে মৃত অবস্থায় নায়কের দেহ! জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যুতে শিউরে উঠলেন ভক্তরা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor Death Mystery: ৪৮ বছরের অভিনেতা লি সুন কিউনকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঠিক একদিন আগে মাদক সেবনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে।
সিওল: গাড়ির ভিতর মিলল নায়কের মৃতদেহ। বুধবার, ২৭ ডিসেম্বর সিওলের সিওনবুক জেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দক্ষিণ কোরিয়ার অভিনেতা শুধু সে দেশের নয়, সারা বিশ্বের কাছেই অত্যন্ত জনপ্রিয়। অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এ অভিনয় করে সেই জনপ্রিয়তা আরও বেড়ে যায়। নিজেদের প্রিয় অভিনেতার আচমকা মৃত্যু নিয়ে চমকে গিয়েছে ভক্তরা।
৪৮ বছরের অভিনেতা লি সুন কিউনকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঠিক একদিন আগে মাদক সেবনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে। স্থানীয় পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।
advertisement
সোশ্যাল মিডিয়া এক্স-এ এই খবর প্রকাশ করে লেখা হয়, ‘আজ সকালে অভিেনতা লি সুন কিউনকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে একটি পার্কের কাছে। যেটি অবস্থিত সিওলের জংনো-গোতে। মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।’
advertisement
প্রতিবেদন অনুসারে, পুলিশ এক মহিলার ফোন পেয়েছিলেন, যে তাঁর স্বামী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এবং একটি নোট লিখে গিয়েছেন, যেটাকে সুইসাইড নোট বলে মনে হচ্ছে। পরে পুলিশ নিশ্চিত করে, যে ওই ব্যক্তির নাম লি সান কিউন। প্রতিবেদনে লেখা, পুলিশ লি সান কিউনের গাড়ির ভিতরে জলন্ত চারকোল পাথর পাওয়া গিয়েছে। যার পরে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন।
advertisement
লি সুন কিউন সচেতনভাবে হার্ড ড্রাগ সেবন অস্বীকার করার একদিন পরে তাঁর মৃত্যুর খবর আসে। অক্টোবরে, লি সানকে অবৈধ ড্রাগ ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তিনি তখন থেকেই তদন্তাধীন ছিলেন। রিপোর্ট অনুযায়ী, অভিনেতা তদন্তের জন্য আধিকারিকদের মুখোমুখি হন এবং সচেতনভাবে হার্ড ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করেছিলেন।
advertisement
লি সুনের বয়ান প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা, ‘‘আমি স্ট্র-এর সাহায্যে নাক দিয়ে নিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম এগুলো ঘুমের ওষুধ। আমি জানতাম না যে ওটা মাদক।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 12:14 PM IST