Ranbir-Alia Daughter Raha: মিল নেই মা-বাবার সঙ্গে, রণবীর-আলিয়ার ‘নীলমণি’ রাহার চেহারা কার সঙ্গে মেলে? চমকে যাবেন!

Last Updated:
Ranbir-Alia Daughter Raha: সর্বত্র একটাই আলোচনা, রাহা কার মতো দেখতে হয়েছে। ভক্তদের মতে, মা আলিয়া, বা বাবা রণবীরের সঙ্গে মুখের মিল নেই রাহার। তবে কার সঙ্গে মিল রাহার মুখের?
1/8
আলিয়া ভাট এবং রণবীর কাপুর অবশেষে তাঁদের একরত্তি কন্যা রাহা কাপুরকে জনসমক্ষে আনলেন। বড়দিন উপলক্ষে তারকা দম্পতি তাঁদের মেয়ে রাহার সঙ্গে সারা বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন। রাহার প্রথম ঝলক দেখে আদরে ভাসছে ভক্তদের মন।
আলিয়া ভাট এবং রণবীর কাপুর অবশেষে তাঁদের একরত্তি কন্যা রাহা কাপুরকে জনসমক্ষে আনলেন। বড়দিন উপলক্ষে তারকা দম্পতি তাঁদের মেয়ে রাহার সঙ্গে সারা বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন। রাহার প্রথম ঝলক দেখে আদরে ভাসছে ভক্তদের মন।
advertisement
2/8
এতদিন দম্পতি পাপারাৎজিদের কাছে তাঁদের মেয়ের ছবি না তোলার জন্য বিশেষ অনুরোধ করেছিলেন। সুযোগ এলে তাঁরা নিজেরাই ভক্তদের সামনে রাহাকে আনবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল রাহা কাপুরের প্রথম ঝলক।
এতদিন দম্পতি পাপারাৎজিদের কাছে তাঁদের মেয়ের ছবি না তোলার জন্য বিশেষ অনুরোধ করেছিলেন। সুযোগ এলে তাঁরা নিজেরাই ভক্তদের সামনে রাহাকে আনবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল রাহা কাপুরের প্রথম ঝলক।
advertisement
3/8
আর আজ দুপুর থেকে সর্বত্র একটাই আলোচনা, রাহা কার মতো দেখতে হয়েছে। ভক্তদের মতে, মা আলিয়া, বা বাবা রণবীরের সঙ্গে মুখের মিল নেই রাহার। আলিয়া এবং রণবীর রাহাকে কোলে নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পাপারাৎজিরাও অবাক হয়ে যান।
আর আজ দুপুর থেকে সর্বত্র একটাই আলোচনা, রাহা কার মতো দেখতে হয়েছে। ভক্তদের মতে, মা আলিয়া, বা বাবা রণবীরের সঙ্গে মুখের মিল নেই রাহার। আলিয়া এবং রণবীর রাহাকে কোলে নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পাপারাৎজিরাও অবাক হয়ে যান।
advertisement
4/8
রাহার প্রথম ঝলক দেখার পর ভক্তরা রণবীর-আলিয়া কন্যার প্রশংসা না করে পারছেন না। বিশেষ করে রাহার হালকা নীল চোখ এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। রাহার সঙ্গে তবে কার মুখের মিল পাওয়া গেল?
রাহার প্রথম ঝলক দেখার পর ভক্তরা রণবীর-আলিয়া কন্যার প্রশংসা না করে পারছেন না। বিশেষ করে রাহার হালকা নীল চোখ এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। রাহার সঙ্গে তবে কার মুখের মিল পাওয়া গেল?
advertisement
5/8
ভক্তরা বলছেন, রাহার চেহারা তার ঠাকুরদা অর্থাৎ বলিউডের প্রয়াত সুপারস্টার ঋষি কাপুরের মতো। যদিও কেউ কেউ বলছেন, রাহার চোখ হুবহু তার প্রপিতামহ সুপারস্টার রাজ কাপুরের মতো।
ভক্তরা বলছেন, রাহার চেহারা তার ঠাকুরদা অর্থাৎ বলিউডের প্রয়াত সুপারস্টার ঋষি কাপুরের মতো। যদিও কেউ কেউ বলছেন, রাহার চোখ হুবহু তার প্রপিতামহ সুপারস্টার রাজ কাপুরের মতো।
advertisement
6/8
দু’একজন আবার পিসি করিনা কাপুরের সঙ্গেও মিল পেয়েছেন আলিয়া-কন্যার। রাহার নীল চোখ দেখার পর সোশ্যাল মিডিয়ায় হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা।
দু’একজন আবার পিসি করিনা কাপুরের সঙ্গেও মিল পেয়েছেন আলিয়া-কন্যার। রাহার নীল চোখ দেখার পর সোশ্যাল মিডিয়ায় হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা।
advertisement
7/8
বাবা রণবীরের কোলে গোলাপি রঙের স্কার্ট এবং সাদা সোয়েটশার্টে দেখা গিয়েছিল রাহাকে। দু’টো ঝুঁটিতে তার দিক থেকে চোখ ফেরানো দায়।
বাবা রণবীরের কোলে গোলাপি রঙের স্কার্ট এবং সাদা সোয়েটশার্টে দেখা গিয়েছিল রাহাকে। দু’টো ঝুঁটিতে তার দিক থেকে চোখ ফেরানো দায়।
advertisement
8/8
অনেকের মতে, রাহার চেহারা তার মায়ের পরিবারের কোনও সদস্যের সঙ্গে মেলে না। যাই হোক, রাহা অবশ্যই মা আলিয়ার সৌন্দর্য উত্তরাধিকারসূত্রে পেয়েছে।
অনেকের মতে, রাহার চেহারা তার মায়ের পরিবারের কোনও সদস্যের সঙ্গে মেলে না। যাই হোক, রাহা অবশ্যই মা আলিয়ার সৌন্দর্য উত্তরাধিকারসূত্রে পেয়েছে।
advertisement
advertisement
advertisement