Tunisha Sharma-Sheezan Khan: তুনিশা-মৃত্যু মামলায় এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন প্রাক্তন প্রেমিক সিজানকে

Last Updated:

Tunisha Sharma-Sheezan Khan: গত ২৪ ডিসেম্বর 'আলিবাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত দেহ।

তুনিশা-সিজান
তুনিশা-সিজান
মুম্বই: জামিন পেলেন প্রয়াত নায়িকা তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিক সিজান খান। প্রায় ২ মাস পর কারাবন্দি জীবন থেকে মুক্তি তাঁর। মহারাষ্ট্রের পালঘরের এক আদালত এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে অভিনেতার জামিন মঞ্জুর করে।
গত ২৪ ডিসেম্বর 'আলিবাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত দেহ। প্রয়াত নায়িকার মায়ের অভিযোগ ছিল, সিজানই তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সিজানকে গ্রেফতার করা হয়। তার পর সিজান এবং তুনিশার পরিবারের মধ্যে বিস্তর যুদ্ধ চলে। একে অপরকে কাঠগড়ায় তোলে বারবার।
advertisement
advertisement
এখন স্বস্তির নিশ্বাস ফেলেছেন নায়কের দুই বোন ফালাক নাজ এবং শাফাক নাজ। ভাইয়ের বিরুদ্ধে অন্যায় হচ্ছে বলে দাবি করেছিলেন তাঁরা। সাংবাদিক সম্মেলনও আয়োজন করেছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন সিজানের মা-ও। জানুয়ারি মাসে সিজানের মা দীর্ঘ একটি পোস্ট করে জানান, তাঁর এক মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বড় ছেলে কারাবন্দি এবং অটিস্টিক ছোট ছেলেও অসুস্থ। তাঁর দাবি ছিল, সিজানকে বিনা প্রমাণে জেলে দিন কাটাতে হচ্ছে। একইসঙ্গে তিনি দাবি করেছিলেন, তুনিশা তাঁর মেয়ের মতো।
advertisement
এরই মাঝে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয় সিজানকে বাদ দিয়েই। তাঁর জায়গায় নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অভিষেক নিগমকে। নতুন নায়ক একটি সাক্ষাৎকারে জানান, সেটে সকলেরই তুনিশা এবং সিজানের কথা মনে পড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tunisha Sharma-Sheezan Khan: তুনিশা-মৃত্যু মামলায় এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন প্রাক্তন প্রেমিক সিজানকে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement