Tunisha Sharma Death Case: তুনিশার মৃত্যুর আগে মেকআপ রুমে কী ঘটেছিল? সিজানকে নিয়ে বিস্ফোরক তথ্য চার্জশিটে

Last Updated:

Tunisha Sharma Death Case: ঘটনার পর থেকে তুনিশার মা এবং সিজানের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সাংবাদিক সম্মেলন করে সিজানের দিদিরা এবং মা তুনিশার মৃত্যুর জন্য দায়ী করেন প্রয়াত নায়িকার মাকে।

মুম্বই: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল তুনিশা শর্মার মৃত্যু মামলার চার্জশিটে। গত ১৬ ফেব্রুয়ারি ৫২৪ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে ওয়ালিভ থানার পুলিশ। যেখানে তুনিশার আত্মঘাতী হওয়ার কারণ হিসেবে তুলে ধরা হয়েছে বেশ কিছু বিস্ফোরক তথ্য। ‘আলিবাবা: দাস্তান-এ-কবুল’ ধারাবাহিকের কলাকুশলী, বন্ধুবান্ধব, পরিবার-সহ মোট ১৩জন সাক্ষীর বয়ান লেখা আছে তাতে।
গত ২৪ ডিসেম্বর মেকআপ রুম থেকে উদ্ধার করা হয় নিথর অভিনেত্রী তুনিশা শর্মার দেহ। পরের দিন সেই ধারাবাহিক 'আলিবাবা: দাস্তান-এ-কবুল'-এরই নায়ক, তুনিশার প্রাক্তন প্রেমিক সিজানকে গ্রেফতার করা হয় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে।
advertisement
advertisement
পুলিশ দাবি করেছে, প্রাক্তন প্রেমিক সিজানের সঙ্গে ১০ মিনিটের কথোপকথনের কারণেই অভিনেত্রী আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিজান অন্য এক নারীর সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেছিলেন, পুলিশের দাবি, সেই কারণেও নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তুনিশা।
advertisement
সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘‘আমরা চার্জশিট জমা করেছি সিসিটিভি ফুটেজের সঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, সিজানের সঙ্গে কথা বলার পর তুনিশা মনমরা হয়ে রয়েছেন। তার পরেই গলায় দড়ি দেন নিজের মেকআপ রুমে।’’ পুলিশ আপাতত তুনিশার পোশাকের ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে। যার পরে বোঝা যাবে, প্রয়াত অভিনেত্রীকে শারীরিক হেনস্থা করা হয়েছিল কিনা। কোনও রক্তের চিহ্ন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।
advertisement
ঘটনার পর থেকে তুনিশার মা এবং সিজানের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সাংবাদিক সম্মেলন করে সিজানের দিদিরা এবং মা তুনিশার মৃত্যুর জন্য দায়ী করেন প্রয়াত নায়িকার মাকে। অন্যদিকে সিজানকে শাস্তি না দেওয়া পর্যন্ত চুপ থাকবেন না প্রতিশ্রুতি নিয়েছিলেন তুনিশার মা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tunisha Sharma Death Case: তুনিশার মৃত্যুর আগে মেকআপ রুমে কী ঘটেছিল? সিজানকে নিয়ে বিস্ফোরক তথ্য চার্জশিটে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement