মুম্বই: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল তুনিশা শর্মার মৃত্যু মামলার চার্জশিটে। গত ১৬ ফেব্রুয়ারি ৫২৪ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে ওয়ালিভ থানার পুলিশ। যেখানে তুনিশার আত্মঘাতী হওয়ার কারণ হিসেবে তুলে ধরা হয়েছে বেশ কিছু বিস্ফোরক তথ্য। ‘আলিবাবা: দাস্তান-এ-কবুল’ ধারাবাহিকের কলাকুশলী, বন্ধুবান্ধব, পরিবার-সহ মোট ১৩জন সাক্ষীর বয়ান লেখা আছে তাতে।
গত ২৪ ডিসেম্বর মেকআপ রুম থেকে উদ্ধার করা হয় নিথর অভিনেত্রী তুনিশা শর্মার দেহ। পরের দিন সেই ধারাবাহিক 'আলিবাবা: দাস্তান-এ-কবুল'-এরই নায়ক, তুনিশার প্রাক্তন প্রেমিক সিজানকে গ্রেফতার করা হয় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে।
আরও পড়ুন: সেই ঘরে এখন তালা, তুনিশা চলে যাওয়ার পর সেটে কাজ করতে পারছে না কেউ, জানালেন বাঙালি নায়িকা
পুলিশ দাবি করেছে, প্রাক্তন প্রেমিক সিজানের সঙ্গে ১০ মিনিটের কথোপকথনের কারণেই অভিনেত্রী আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিজান অন্য এক নারীর সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেছিলেন, পুলিশের দাবি, সেই কারণেও নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তুনিশা।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি দিদি, অটিস্টিক ভাই অসুস্থ, তুনিশার মৃত্যুর পর সিজান-পরিবারে ঝড়
সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘‘আমরা চার্জশিট জমা করেছি সিসিটিভি ফুটেজের সঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, সিজানের সঙ্গে কথা বলার পর তুনিশা মনমরা হয়ে রয়েছেন। তার পরেই গলায় দড়ি দেন নিজের মেকআপ রুমে।’’ পুলিশ আপাতত তুনিশার পোশাকের ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে। যার পরে বোঝা যাবে, প্রয়াত অভিনেত্রীকে শারীরিক হেনস্থা করা হয়েছিল কিনা। কোনও রক্তের চিহ্ন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।
ঘটনার পর থেকে তুনিশার মা এবং সিজানের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সাংবাদিক সম্মেলন করে সিজানের দিদিরা এবং মা তুনিশার মৃত্যুর জন্য দায়ী করেন প্রয়াত নায়িকার মাকে। অন্যদিকে সিজানকে শাস্তি না দেওয়া পর্যন্ত চুপ থাকবেন না প্রতিশ্রুতি নিয়েছিলেন তুনিশার মা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।