Tunisha Sharma and Sheezan Khan: হাসপাতালে ভর্তি দিদি, অটিস্টিক ভাই অসুস্থ, তুনিশার মৃত্যুর পর সিজান-পরিবারে ঝড়
- Published by:Teesta Barman
Last Updated:
Tunisha Sharma and Sheezan Khan: হঠাৎ সিজানের মায়ের দীর্ঘ পোস্ট এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। তাঁর পোস্ট থেকে জানা যায়, সিজানের এক দিদি, অভিনেত্রী ফালাক নাজ হাসপাতালে ভর্তি। তাঁর অসুস্থতা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
মুম্বই: গত ২৪ ডিসেম্বর মেকআপ রুম থেকে উদ্ধার করা হয় নিথর অভিনেত্রী তুনিশা শর্মার দেহ। পরের দিন সেই ধারাবাহিক 'আলিবাবা: দাস্তান-এ-কবুল'-এরই নায়ক, তুনিশার প্রাক্তন প্রেমিক সিজানকে গ্রেফতার করা হয় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে।
এই ঘটনার পর থেকে তুনিশার মা এবং সিজানের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সাংবাদিক সম্মেলন করে সিজানের দিদিরা এবং মা তুনিশার মৃত্যুর জন্য দায়ী করেন প্রয়াত নায়িকার মাকে। অন্যদিকে সিজানকে শাস্তি না দেওয়া পর্যন্ত চুপ থাকবেন না প্রতিশ্রুতি নিয়েছেন তুনিশার মা।
advertisement
advertisement
এরই মধ্যে হঠাৎ সিজানের মায়ের দীর্ঘ পোস্ট এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। তাঁর পোস্ট থেকে জানা যায়, সিজানের এক দিদি, অভিনেত্রী ফালাক নাজ হাসপাতালে ভর্তি। তাঁর অসুস্থতা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। কেবল ছবিতে দেখা গিয়েছে, তিনি হাসপাতালের শয্যায় শুয়ে। চোখ বন্ধ। ছবির উপরে তাঁর মা লিখেছেন, 'ধৈর্য'।
advertisement

তার সঙ্গে দীর্ঘ এক পোস্টে তিনি জানান, সিজানের ভাই অটিস্টিক। এবং সেও বেশ অসুস্থ বলে জানান সিজানের মা। তাঁর প্রশ্ন, 'আমি বুঝতে পারছি না, আমাদের পরিবারকে কিসের শাস্তি দেওয়া হচ্ছে? গত এক মাস ধরে আমার ছেলে সিজান কোনও প্রমাণ ছাড়া জেলে বন্দি রয়েছে। আমার মেয়ে ফালাক হাসপাতালে ভর্তি। সিজানের ছোট ভাই অটিস্টিক, সেও খুব অসুস্থ। অন্যের সন্তানকে ভালবাসা কি এক মায়ের জন্য অপরাধ? তা কি বেআইনি। ফালাক যে তুনিশাকে ছোট বোনের মতো ভালবাসত, সেটাও কি অপরাধের? তুনিশা আর সিজান যে নিজেদের সম্পর্কে স্পেস দিচ্ছিল, সেটাও উচিত নয়?'
advertisement
চলতি মাসের শুরুতে সিজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের আদালত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 23, 2023 10:59 AM IST