#মুম্বই: প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর গত ৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন (Lata Mangeshkar Health Update)। এখন কেমন আছেন গায়িকা? বৃহস্পতিবার লতা মঙ্গেশকরের ট্যুইটারেই তাঁর মুখপাত্র গায়িকার পরিস্থিতির কথা জানিয়েছেন। ৯২ বছরের গায়িকা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন (Lata Mangeshkar Health Update)। তাঁর করোনাভাইরাস ধরা পড়েছিল এবং হাল্কা উপসর্গ ছিল। কিছুটা শ্বাসকষ্ট ছিল, ফলে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল সেই থেকেই (Lata Mangeshkar Health Update)।
এদিন ট্যুইটারে জানানো হয়েছে, 'লতা দিদি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতেই রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তাঁকে পরীক্ষামূলক ভাবে ইনভেসিভ ভেন্টিলেটরের বাইরে রাখা হয়েছে আজ সকালে। শারীরিক স্থিতিশীলতা দেখেই তাঁকে ভেন্টিলেটরের বাইরে রাখা হয়। তিনি ডক্টর প্রতীত সমদানির তত্ত্বাবধানে একটি চিকিৎসক দলের নজরদারিতে রয়েছেন। আমরা সকলের প্রার্থনা ও শুভেচ্ছাকে ধন্যবাদ জানাই।'
— Lata Mangeshkar (@mangeshkarlata) January 27, 2022
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর? অসন্তোষ প্রকাশ গায়িকার মুখপাত্রের
দু'দিন আগেই লতা মঙ্গেশকরের মুখপাত্র জানিয়েছিলেন, গায়িকার শারীরিক পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে। তবে লতা মঙ্গেশকরের পরিস্থিতি নিয়ে যে সব গুজব রটেছে, তাতে কান না দেওয়ার আবেদন করেছিলেন তিনি। অনুষা শ্রীনিবাসন আইয়ারের বক্তব্য, 'বর্ষীয়ান গায়িকা এখনও আইসিইউতেই রয়েছেন। যেহেতু সারা দেশের অগনিত অনুরাগীরা তাঁর স্বাস্থ্যের সঠিক খবর জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তাই দয়া করে ভুলো কোনও খবর ছড়াবেন না। আইসিইউতেই এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লতা মঙ্গেশকর।'
আরও পড়ুন: লতার অন্ধ ভক্ত অটোচালক! গায়িকাকে সুস্থ করতে তাঁর কাণ্ড চমকে দেবে
তিনি আরও বলেছেন, লতাদিদির জন্য প্রার্থনা করুন, যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন তিনি। ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। সঙ্গীত জগতের সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। ১৯৪২ সালে একটি মরাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপরের কাহিনি ইতিহাস। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Lata Mangeshkar