Laapataa Ladies: কিরণ রাওয়ের ‘লাপতা লেডিজ’ আরবি ছবির নকল? গুরুতর অভিযোগ আমিরের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে

Last Updated:

Laapataa Ladies:আরবি ছবির ওই ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একজন নববিবাহিত পুরুষ তাঁর স্ত্রীকে খুঁজে চলেছেন৷ কারণ বোরখা পরিহিত আর এক মহিলা চলে আসেন তাঁর স্ত্রীর জায়গায়৷ এই দ্বন্দ্বের উপর ভিত্তি করেই এগিয়েছে ছবির গল্প

কাঠগড়ায় কিরণ রাও পরিচালিত লাপতা লেডিজ
কাঠগড়ায় কিরণ রাও পরিচালিত লাপতা লেডিজ
মুম্বই : কিরণ রাও পরিচালিত বহু আলোচিত ‘লাপতা লেডিজ’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ৷ সম্প্রতি নেটমহলে গুঞ্জন, ২০১৯ সালের ছবি ‘বোরখা সিটি’ অনুকরণে ছবি বানিয়েছেন আমিরের প্রাক্তন ঘরনি৷ ইদানীং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ‘বোরখা সিটি’ ছবির একটি ভিডিও৷ সেই ক্লিপটাই ভাবিয়ে তুলেছে নেটিজেনদের৷ প্রশ্ন উঠেছে যে কিরও রাওয়ের ‘লাপতা লেডিজ’ কি তাহলে মৌলিক ছবি নয়? আরবি ছবির ওই ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একজন নববিবাহিত পুরুষ তাঁর স্ত্রীকে খুঁজে চলেছেন৷ কারণ বোরখা পরিহিত আর এক মহিলা চলে আসেন তাঁর স্ত্রীর জায়গায়৷ এই দ্বন্দ্বের উপর ভিত্তি করেই এগিয়েছে ছবির গল্প৷
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই, নেটিজেনরা এতে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ ‘বলিউড যা তৈরি করে তা কোনও মৌলিক শিল্পকর্ম বলে মনে হয় না। এগুলি সবই নির্লজ্জভাবে অন্য কোথাও থেকে কপি পেস্ট করা হয়েছে, নির্লজ্জভাবে মৌলিক কাজ হিসাবে বিল করা হয়েছে,’ একজন ব্যবহারকারী লিখেছেন। ‘ভারতে চুরি। এটি কোনও নতুন ধারণা নয়,’ অন্য একজন যোগ করেছেন। ‘আমার ধারণা ছিল যে এটি মৌলিক…ভাল যে এই সিনেমাটি অরিজিতের একটি সুন্দর গান সজনী রে দিয়েছে,’ তৃতীয় একজন মন্তব্য করেছেন।
advertisement
আরও পড়ুন : অ্যালার্জি! কিডনি স্টোন!…আর কী কী জটিল রোগ হয় বেগুন খেলে? কারা এই সবজি মুখে দিলেই সাড়ে সর্বনাশ? পড়ুন
১ মার্চ, ২০২৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপতা লেডিজ’। কিরণ রাও পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রন্ত, নিতাংশী গোয়েল এবং রবি কিশন। সিনেমাটি দর্শকদের ২০০১ সালের গ্রামীণ ভারতে ফিরিয়ে নিয়ে যায়। ছবির গল্প দু’জন কনের চারপাশে আবর্তিত হয়৷ বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পথে এলোমেলো হয়ে যায় তাঁদের গন্তব্য। মোড় এবং বাঁক দিয়ে ভরা এই গল্প এগোতে থাকে যখন তাঁদের স্বামীরা প্রকৃত স্ত্রীর সন্ধান শুরু করেন।
advertisement
advertisement
advertisement
আমির খান প্রোডাকশনস এবং কিন্ডলিং প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই ছবিটি ‘ধোবিঘাট’-এর পর পরিচালক কিরণ রাওয়ের পরিচালনায় প্রত্যাবর্তনকে নিশ্চিত করে। প্রেক্ষাগৃহে মুক্তির আগে, ছবিটি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) প্রদর্শিত হয়েছিল। উৎসবে উপস্থিত দর্শকদের কাছ থেকে এটি করতালির কুর্নিশ পেয়েছিল। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় ভার্মা-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও ছবিটির প্রশংসা করেছিলেন। সমালোচক তথা দর্শকদের মন জয় করা ‘লাপতা লেডিজ’ পরবর্তীতে ২০২৫ সালের অস্কারের দৌড়েও ভারতের প্রতিনিধিত্ব করেছিল৷ কিন্তু চূড়ান্ত পর্বে পৌঁছনোর আগেই শেষ হয় ছবির অস্কার-দৌড়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Laapataa Ladies: কিরণ রাওয়ের ‘লাপতা লেডিজ’ আরবি ছবির নকল? গুরুতর অভিযোগ আমিরের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement