Anant Ambani wedding:কিমকে দেখে হুড়োহুড়ি মুম্বই বিমানবন্দরে, কী করলেন হলিউড তারকা?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
দেখতে দেখতে ১২ জুলাই এসে পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির। গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা।
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের বিয়ের জৌলুস তো আগে থেকেই নজর কেড়েছে। চমকে দিচ্ছে নিমন্ত্রিত অতিথিদের তালিকাও। বিশ্বের তাবড় তারকারাও বিয়ে উপলক্ষে পা রেখেছেন মুম্বইয়ে। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে কিম কারদাশিয়ান আর তাঁর বোন ক্লোইকে দেখে প্যাপারাৎজি উচ্ছ্বাসিত হয়ে পড়েন। তাঁদের গাড়ি ঘিরে ছবি তুলতে থাকেন আলোকচিত্রীরা।
গ্ল্যামারাস অথচ ছিমছাম স্বচ্ছন্দ পোশাকে টারমিনালে গাড়ি থেকে নামেন কিম। অমনি তাঁর সঙ্গে ছবি তুলে চলেন সকলে। সুন্দর করে হেসে কিম হাত নাড়েন প্যাপারাৎজির উদ্দেশে। আলোকচিত্রীদের পক্ষ থেকেও তাঁকে চিৎকার করে বলা হয়, “মুম্বইয়ে আপনাকে স্বাগত!”
দেখতে দেখতে ১২ জুলাই এসে পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির। গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই, অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বইয়ে এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও। এখানেই শেষ নয়, এবার এলেন কিম কারদাশিয়ান! সঙ্গে তাঁর বোন ক্লোই কার্দাশিয়ানও। দেশে পা রাখা মাত্রই ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল তাঁদের। বিমানবন্দরে কিমের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নিজেও কিম ইনস্টাগ্রামে নিজস্বী শেয়ার করেছেন প্রথম ভারত সফরের।
advertisement
advertisement
আলোকচিত্রীদের সঙ্গে একটি লুক শেয়ার করে সমাজমাধ্যমে কিম লেখেন “হাই ইন্ডিয়া।”
মুম্বইয়ের তাজ হোটেলের কর্মীরা কিমকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। কপালে তিলক এঁকে দেন। হোটেল থেকে ভক্তদের সঙ্গেও কিম ও ক্লোইর একটি ছবিও ভাইরাল হয়েছে।
advertisement
কিম আর ক্লোই ছাড়াও, সপ্তাহান্তে অনন্ত-রাধিকার বিয়েতে আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সেই তালিকায় রয়েছেন ডবলু ডবলু ই তারকা জন সিনাও। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে সারা ফেলবে ফের। এছাড়াও আসছেন, মাইক টাইসন এবং জঁ-ক্লদ-ভ্যান দাম। ‘কাম ডাফন’ হিটমেকার রেমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার আমেরিকা থেকে প্রিয়ঙ্কা চোপড়াও এসে পড়েছেন। সঙ্গে তাঁর স্বামী নিক জোনাস। সাদামাঠা পোশাকে তাঁদের দু’জনকে বিমানবন্দরে দেখেও উচ্ছ্বাস ধরা পড়ে দেশের।
advertisement
অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে জিও ওয়ার্ল্ড সেন্টার বা বিকেসিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 11:37 AM IST