Anant Ambani Wedding: অনন্ত-রাধিকার বিয়েতেই প্রথম ভারত সফর, মুম্বইয়ে এসে কিম লিখলেন 'হাই ইন্ডিয়া'!

Last Updated:

মুম্বই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্যাপারাৎজি ছেঁকে ধরেছিল কিমের গাড়িটিকে। তিনি ক্যামেরার উদ্দেশে হাত নাড়েন। সমস্ত আলোকচিত্রীদের সঙ্গে একটি লুক শেয়ার করে সমাজমাধ্যমে কিম লেখেন "হাই ইন্ডিয়া।"

মুম্বইয়ে কিম কারদাশিয়ান, এলেন অনন্ত-রাধিকার বিয়েতে
মুম্বইয়ে কিম কারদাশিয়ান, এলেন অনন্ত-রাধিকার বিয়েতে
মুম্বই: দেখতে দেখতে ১২ জুলাই এসে পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির। গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই, অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বইয়ে এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও। এখানেই শেষ নয়, এবার এলেন কিম কারদাশিয়ান! সঙ্গে তাঁর বোন ক্লোই কার্দাশিয়ানও। দেশে পা রাখা মাত্রই ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল তাঁদের। বিমানবন্দরে কিমের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নিজেও কিম ইনস্টাগ্রামে নিজস্বী শেয়ার করেছেন প্রথম ভারত সফরের।
মুম্বই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্যাপারাৎজি ছেঁকে ধরেছিল কিমের গাড়িটিকে। তিনি ক্যামেরার উদ্দেশে হাত নাড়েন। সমস্ত আলোকচিত্রীদের সঙ্গে একটি লুক শেয়ার করে সমাজমাধ্যমে কিম লেখেন “হাই ইন্ডিয়া।”
মুম্বইয়ের তাজ হোটেলের কর্মীরা কিমকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। কপালে তিলক এঁকে দেন। হোটেল থেকে ভক্তদের সঙ্গেও কিম ও ক্লোইর একটি ছবিও ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
কিম আর ক্লোই ছাড়াও, সপ্তাহান্তে অনন্ত-রাধিকার বিয়েতে আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সেই তালিকায় রয়েছেন জন সিনা, মাইক টাইসন এবং জঁ-ক্লদ-ভ্যান দাম। ‘কাম ডাফন’ হিটমেকার রেমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার নিক জোনাসও এসে পৌঁছেছেন মুম্বইয়ে। সঙ্গে তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে বিকেসিতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Wedding: অনন্ত-রাধিকার বিয়েতেই প্রথম ভারত সফর, মুম্বইয়ে এসে কিম লিখলেন 'হাই ইন্ডিয়া'!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement