মা হলেন কিয়ারা আডবাণী! কোল জুড়ে ফুটফুটে সন্তান! ছেলে হল না মেয়ে? ভাগ করে নিলেন ছবি

Last Updated:

Kiara Advani And Sidharth Malhotra: কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা এখন গর্বিত বাবা-মা! তাঁদের ঘরে এসেছে সন্তান! ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে বিয়ে করেছিলেন তাঁরা. ভক্ত ও সেলেব দুনিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে।

News18
News18
মুম্বই: বলিউডের অন্যতম প্রিয় জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা এখন গর্বিত বাবা-মা। তাঁদের ঘরে এসেছে সন্তান। ‘শেরশাহ’ ছবির রিল-লাইফ প্রেম কাহিনি থেকে শুরু করে বাস্তব জীবনের জার্নি—সবই যেন এক স্বপ্নের মতো। আর এবার সেই গল্পে যোগ হল নতুন অধ্যায়—অভিভাবকত্ব।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে বিয়ে করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মিষ্টি সোশ্যাল মিডিয়া পোস্টে সন্তান আগমনের খবর দিয়েছিলেন তাঁরা। সেই ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থ হাতে ধরে রেখেছেন একজোড়া ছোট্ট বেবি সক্‌স। কিয়ারার ক্যাপশন ছিল, “আমাদের জীবনের সেরা উপহার… খুব শীঘ্রই আসছে।”
advertisement
advertisement
advertisement
‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বত্রার ভূমিকায় সিদ্ধার্থ ও ডিম্পল চিমা রূপে কিয়ারার জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিল দর্শক। সেই প্রেম পর্দা ছেড়ে বাস্তবেও জায়গা করে নেয়, যার পরিণতি ছিল তাঁদের পরী-কাহিনির মতো বিয়ে।
এবার তাঁদের জীবনে এল সেই বহু প্রতীক্ষিত উপহার—একটি কন্যাসন্তান। ভক্ত ও সেলেব দুনিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইছে। সোশ্যাল মিডিয়ায় চলছে অভিনন্দন বার্তার বৃষ্টি।
advertisement

পেশাগত দিকেও এগিয়ে চলেছেন দু’জনেই:

  • কিয়ারা আদবাণী খুব শীঘ্রই বড় পর্দায় ফিরছেন ‘ওয়ার ২’-তে, যেখানে তিনি অভিনয় করবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর সঙ্গে। এই হাই-অক্টেন অ্যাকশন ড্রামা মুক্তি পাবে ১৪ আগস্ট ২০২৫।
    advertisement
  • সিদ্ধার্থ মালহোত্রা আসছেন ‘পরম সুন্দরী’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। এই রোমান্টিক কমেডি প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস। ছবিটি মুক্তি পেতে পারে ২৯ আগস্ট, যদিও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা হয়নি।
    এই নতুন অধ্যায়ে পা রেখে কিয়ারা-সিদ্ধার্থ হয়ে উঠলেন বলিউডের নতুন তারকা পিতামাতা। এখন শুধু অপেক্ষা ছোট্ট ‘মালহোত্রা-আডবাণী’র প্রথম ঝলক দেখার!
    view comments
    বাংলা খবর/ খবর/বিনোদন/
    মা হলেন কিয়ারা আডবাণী! কোল জুড়ে ফুটফুটে সন্তান! ছেলে হল না মেয়ে? ভাগ করে নিলেন ছবি
    Next Article
    advertisement
    Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

    • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

    • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

    VIEW MORE
    advertisement
    advertisement