Pahalgam Terror Attack: বিরাট ষড়যন্ত্র! পহেলগাঁও জঙ্গি হামলার ছক সাজিয়েছিল কে? গোয়েন্দা রিপোর্টে ফাঁস ভয়ঙ্কর তথ্য!

Last Updated:

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটককে হত্যা করে পাকিস্তানের ISI ও লস্কর-ই-তইবা। হামলার নেতৃত্ব দেয় সুলেমান, পাকিস্তানের স্পেশাল ফোর্সের কমান্ডো। NIA দুই স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে।

এই হামলার নেতৃত্ব দেয় জঙ্গি সুলেমান, যিনি পাকিস্তানের স্পেশাল ফোর্সের সন্দেহভাজন কমান্ডো।
এই হামলার নেতৃত্ব দেয় জঙ্গি সুলেমান, যিনি পাকিস্তানের স্পেশাল ফোর্সের সন্দেহভাজন কমান্ডো।
২২ এপ্রিল, পহেলগাঁও-এ যে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে হত্যা করা হয়েছিল, সেই হামলার পিছনে কাদের হাত? না, কোনও জঙ্গি সংগঠন নয়! সর্বশেষ গোয়েন্দা রিপোর্টে উঠে এল কোন ভয়ঙ্কর সত্যি?

📌 হত্যার আগে ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল!

পহেলগাঁও হামলায় নিহত ২৬ জনকে হত্যা করার আগে জঙ্গিরা তাঁদের ধর্ম জিজ্ঞাসা করেছিল। এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, যার মাস্টারমাইন্ড ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এবং সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা।
advertisement
ভারত ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ সহ জানিয়েছে, এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে। নতুন গোয়েন্দা রিপোর্ট সেই দাবিকে আরও জোরালো ভিত্তি দেয়। রিপোর্ট অনুযায়ী, এই হামলাকে ২০০৮ সালের মুম্বই হামলার অনুকরণে ছকে ফেলা হয়। হামলার পিছনে ছিল পাকিস্তানের রাজনৈতিক নেতারা এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশ—এমনটাই উঠে এসেছে সর্বশেষ গোয়েন্দা রিপোর্টে।
advertisement

🎯 কে নেতৃত্ব দিয়েছিল এই হামলার?

advertisement
এই হামলার নেতৃত্ব দেয় জঙ্গি সুলেমান, যিনি পাকিস্তানের স্পেশাল ফোর্সের সন্দেহভাজন কমান্ডো। ২০২২ সালে লাইন অফ কন্ট্রোল পার করে ভারতে ঢোকার আগে তিনি পাকিস্তানের পাঞ্জাবে লস্করের মুরিদকে ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও দুই পাকিস্তানি জঙ্গি ছিল।

🌲 দুই বছর ধরে আত্মগোপনে ছিল সুলেমান

স্যাটেলাইট ফোন ট্র্যাক করে জানা গেছে, হামলার এক সপ্তাহ আগে অর্থাৎ ১৫ এপ্রিল, সুলেমান ট্রালের জঙ্গলে আত্মগোপনে ছিল। সে ২০২৩ সালে পুঞ্চে একটি সেনা ট্রাকে হামলাতেও যুক্ত ছিল, যেখানে পাঁচ সেনা শহিদ হন। তারপর থেকেই সে গা ঢাকা দিয়েছিল।
advertisement

🚔 পুলিশ ও তদন্ত আপডেট:

জম্মু-কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে পাকিস্তানি জঙ্গি হাশিম মুসা ও আলি ভাইয়ের ভূমিকা নিয়ে সন্দেহ করলেও এখন পর্যন্ত কেবল সুলেমানের নামই নিশ্চিতভাবে সামনে এসেছে। স্থানীয় জঙ্গি আদিল হুসেন থোকারের ভূমিকার কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি।

🧾 লোকাল সহায়তা—পারভেজ ও বশীরের ভূমিকা:

NIA গত মাসে পারভেজ আহমেদ জোথার ও বশীর আহমেদ জোথার নামে দুই স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে তাঁরা জঙ্গিদের খাদ্য, আশ্রয় ও অন্যান্য লজিস্টিক সহায়তা দেন। তবে তাঁরা দাবি করেছেন, হামলার পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না।
advertisement

⚠️ ভূখণ্ডে এখনও সক্রিয় বিদেশি জঙ্গির সংখ্যা:

বর্তমানে কাশ্মীর উপত্যকায় প্রায় ৬৮ জন বিদেশি জঙ্গি৩ জন স্থানীয় জঙ্গি সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: বিরাট ষড়যন্ত্র! পহেলগাঁও জঙ্গি হামলার ছক সাজিয়েছিল কে? গোয়েন্দা রিপোর্টে ফাঁস ভয়ঙ্কর তথ্য!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement