হোম /খবর /বিনোদন /
মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশন! কোনদিন কী পোশাক পরছেন ক্যাটরিনা ও ভিকি

Katrina Kaif Vicky Kaushal wedding : মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশন! কোনদিন কী পোশাক পরছেন ক্যাটরিনা ও ভিকি

মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশন! কোনদিন কী পোশাক পরছেন ক্যাটরিনা ও ভিকি

মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশন! কোনদিন কী পোশাক পরছেন ক্যাটরিনা ও ভিকি

Katrina Kaif Vicky Kaushal wedding : শুধু সব্যসাচী নন। তাঁদের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ডিজাইনারের নাম।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবর (Katrina Kaif Vicky Kaushal wedding)। তারকা জুটি এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও ভক্তদের জল্পনা একটুও কমেনি। শুধু বিয়ে নয়, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশনে তারকা জুটি কী পরবেন তা নিয়েও জল্পনা এখন তুঙ্গে। বিয়েতে দুজনেই পরবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। তবে শুধু সব্যসাচী নন। তাঁদের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ডিজাইনারের নাম।

যেমন মেহেন্দিতে ক্যাটরিনা পরবেন আবু জানির ডিজাইন করা পোশাক। বলিউডের বিয়েতে মণীশ মালহোত্রা থাকবেন না তা কী ভাবে হয়! সঙ্গীতে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। অন্যদিকে ভিকি কৌশল মেহেন্দি ও সঙ্গীতে পরবেন কুণাল রাওয়াল ও রাঘবেন্দ্র রাঠৌরের ডিজাইন ককা পোশাক। তবে বিয়ের রিসেপশনেও দুজনে বেছে নিয়েছেন সব্যসাচীরই ডিজাইন। মেহেন্দিতে ক্যাটরিনা একটি স্পেশাল মেহেন্দি পরবেন যার দাম ১ লক্ষ টাকা।

আরও পড়ুন- রোজ নিয়মিত যোগব্যায়াম! করিনার নির্মেদ চেহারার রহস্য প্রকাশ্যে

ক্যাটরিনা ও ভিকির বিয়েতে (Katrina Kaif Vicky Kaushal wedding) নিমন্ত্রিত কারা তা নিয়েও জল্পনা চলছে। জানা যাচ্ছে, সলমন খান ও তাঁর গোটা পরিবার নিমন্ত্রিত থাকবেন। তবে বিয়েতে সলমন আসবেন না বলেই শোনা যাচ্ছে। সেই কারণ নিয়েও আলোচনা চলছে। এছাড়া বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শে‌ট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল এবং আরও অনেকে।

আরও পড়ুন- নুসরত-যশের সম্পর্কে দূরত্ব তৈরি হল? দুজনের পোস্ট এ কী ইঙ্গিত দিচ্ছে

রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট হোটেলে বসবে রাজকীয় বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)। এই গ্র্যান্ড ওয়েডিং এর দায়িত্বে রয়েছে একাধিক ইভেন্ট কোম্পানি। বিয়েতে একাধিক ইভেন্ট রয়েছে। সেগুলির জন্য ভিন্ন ইভেন্ট কোম্পানি রয়েছে। বিয়ের অনুষ্ঠানে ফোনের উপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, দীপাবলিতে পরিবারকে নিয়ে রোকা সেরেমনি সেরেছেন দুজনে। বিয়ের পরের প্ল্যানিংও প্রায় ঠিক দুজনের। জুহুর এক বহুতলে বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন হবু দম্পতি। সেই নতুন বাসস্থানের ইন্টেরিয়র দেখছেন ক্যাটরিনা কাইফ।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Bollywood, Katrina kaif, Vicky Kaushal