Nusrat Jahan | Yash Dasgupta : নুসরত-যশের সম্পর্কে দূরত্ব তৈরি হল? দুজনের পোস্ট এ কী ইঙ্গিত দিচ্ছে

Last Updated:
Nusrat Jahan | Yash Dasgupta : ছোট্ট ঈশানের দেখভাল করছেন মা ও বাবা দুজনেই। কিন্তু এর মধ্যেই কি সম্পর্কে চিড়ধরল নুসরত যশের?
1/7
নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta) নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন বেশ কিছুদিন হল। ছোট্ট ঈশানের দেখভাল করছেন মা ও বাবা দুজনেই। কিন্তু এর মধ্যেই কি সম্পর্কে চিড়ধরল নুসরত যশের?দুজনের ইনস্টাগ্রাম স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে।
নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta) নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন বেশ কিছুদিন হল। ছোট্ট ঈশানের দেখভাল করছেন মা ও বাবা দুজনেই। কিন্তু এর মধ্যেই কি সম্পর্কে চিড়ধরল নুসরত যশের?দুজনের ইনস্টাগ্রাম স্টোরি তেমনই ইঙ্গিত দিচ্ছে।
advertisement
2/7
নুসরত (Nusrat Jahan) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "যে বাড়িতে শান্তি নেই সেটা হল পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগার। যে বাড়ি ভালোবাসায় ভরা সেটি সবচেয়ে সুন্দর কারাগার, যা ছেড়ে কেউ যেতে চায় না।"
নুসরত (Nusrat Jahan) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "যে বাড়িতে শান্তি নেই সেটা হল পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগার। যে বাড়ি ভালোবাসায় ভরা সেটি সবচেয়ে সুন্দর কারাগার, যা ছেড়ে কেউ যেতে চায় না।"
advertisement
3/7
নুসরতের এই পোস্ট দেখেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও অশান্তি তৈরি হয়েছে? আর এর মধ্য়েই এই প্রশ্ন আরও উসকে দিয়েছে যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট।
নুসরতের এই পোস্ট দেখেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও অশান্তি তৈরি হয়েছে? আর এর মধ্য়েই এই প্রশ্ন আরও উসকে দিয়েছে যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট।
advertisement
4/7
যশ (Yash Dasgupta) লিখছেন, "দরজা যখন খোলাই আছে তখন তুমি কারাগারে রয়েছ কেন?" নুসরতের এই পোস্ট দেখেই অবাক হয়েছেন নেটিজেন। এই পোস্ট দেখে মনে হচ্ছে, যশ যেন নুসরতকেই জবাব দিয়েছেন। দুজনের স্টোরি পোস্ট করার সময়েও প্রায় পর পর।
যশ (Yash Dasgupta) লিখছেন, "দরজা যখন খোলাই আছে তখন তুমি কারাগারে রয়েছ কেন?" নুসরতের এই পোস্ট দেখেই অবাক হয়েছেন নেটিজেন। এই পোস্ট দেখে মনে হচ্ছে, যশ যেন নুসরতকেই জবাব দিয়েছেন। দুজনের স্টোরি পোস্ট করার সময়েও প্রায় পর পর।
advertisement
5/7
আর তাতেই অনেকে মনে করছেন, যশ ও নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। গত ২৬ অগাস্ট নুসরত সন্তানের জন্ম দিয়েছেন। তার পরে নিজেই জানিয়েছেন যশই ঈশানের বাবা। দুজনে মিলে সন্তান বড় করছেন তাঁরা।
আর তাতেই অনেকে মনে করছেন, যশ ও নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। গত ২৬ অগাস্ট নুসরত সন্তানের জন্ম দিয়েছেন। তার পরে নিজেই জানিয়েছেন যশই ঈশানের বাবা। দুজনে মিলে সন্তান বড় করছেন তাঁরা।
advertisement
6/7
নিখিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই যশের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছিল। তারপরই আলাদা হয়ে গিয়েছিলেন নুসরত ও নিখিল। সম্প্রতি দুজনের ডিভোর্সের সিলমোহর দিয়েছে আদালত।
নিখিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই যশের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছিল। তারপরই আলাদা হয়ে গিয়েছিলেন নুসরত ও নিখিল। সম্প্রতি দুজনের ডিভোর্সের সিলমোহর দিয়েছে আদালত।
advertisement
7/7
সম্প্রতি যশের সঙ্গে একটি ছবিরও শ্যুটিং শুরু করেছেন নুসরত। ছবির প্রযোজক এনা সাহা। কিন্তু তারকা জুটির এই পোস্ট দেখে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি যশের সঙ্গে একটি ছবিরও শ্যুটিং শুরু করেছেন নুসরত। ছবির প্রযোজক এনা সাহা। কিন্তু তারকা জুটির এই পোস্ট দেখে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
advertisement
advertisement
advertisement