Katrina Kaif Vicky Kaushal wedding : ক্যাটরিনার বিয়েতে আসছেন না সলমন! প্রাক্তন প্রেমিকার বিয়েতে না আসার আসল কারণ প্রকাশ্যে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Katrina Kaif Vicky Kaushal wedding : করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনের কথা মাথায় রেখে অতিথি তালিকা ছোট করতে চলেছেন তারকা জুটি। এছাড়াও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, ক্যাটরিনার বিয়েতে কি সলমন খান (Salman Khan) উপস্থিত থাকবেন?
#মুম্বই: এই মাসেই গ্র্যান্ড ওয়েডিংয়ের সাক্ষী হতে চলেছে মুম্বইয়ের বিটাউন। গাঁটছড়া বাঁঝছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif Vicky Kaushal wedding) । ইতিমধ্যেই নিমন্ত্রিতদের তালিকা প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছিল বিয়েতে মোট ২০০ জন অতিথি নিমন্ত্রিত থাকবেন। কিন্তু করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনের কথা মাথায় রেখে অতিথি তালিকা ছোট করতে চলেছেন তারকা জুটি। এছাড়াও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, ক্যাটরিনার বিয়েতে কি সলমন খান (Salman Khan) উপস্থিত থাকবেন?
প্রথম থেকেই জানা যাচ্ছিল যে, সলমন ও তাঁর গোটা পরিবার ক্যাটরিনার বিয়েতে প্রথম নিমন্ত্রিত হয়েছেন। আর তাই জল্পনা চলছিল, প্রাক্তন প্রেমিকার বিয়েতে সলমন উপস্থিত থাকবেন কি না। কিন্তু সম্প্রতি এক রিপোর্ট বলছে, কোনও ভাবেই ক্যাটরিনার বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না সলমন খান Salman Khan। সলমন ও ভিকি বিয়ে করছেন ৯ ডিসেম্বর। আর ১০ ডিসেম্বর 'দা-ব্যাং দ্য টুর রিলোডেড' (Da-Bangg The Tour Reloaded) নামে একটি ইভেন্ট শুরু হচ্ছে। এই ইভেন্ট নিয়েই তখন ব্যস্ত থাকবেন সলমন। সলমনের সঙ্গে এই ইভে্টে থাকবেন দিশা পাটানি, প্রভু দেবা, শিল্পা শেট্টি, গুরু রানধওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুষ শর্মা, সুনীল গ্রোভার।
advertisement
advertisement
তবে সলমন Salman Khan না এলেও তাঁর বোন অর্পিতা খান ও আলভিরা অগ্নিহোত্রী ক্যাটরিনা ও ভিকির বিয়েতে (Katrina Kaif Vicky Kaushal wedding) উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এমনকি এও শোনা যাচ্ছে, বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও ক্যাটরিনা ও ভিকির জন্য মুম্বইতে একটি এলাহি রিসেপশনের আয়োজন করবেন সলমন। ক্যাটরিনা ও ভিকির বিয়েতে নিমন্ত্রিতদের মধ্য়ে রয়েছেন, করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল এবং আরও অনেকে।
advertisement
রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা-তে বসবে বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)। এই রিসর্টটি আসলে ৭০০ বছরের পুরনো রাজবাড়ি। সেখানেই বিয়ে করবেন তারকা জুটি। ৭ ডিসেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। অর্থাৎ মেহেন্দি, সঙ্গীত ইত্যাদি হবে।
advertisement
বিয়েতে বর কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন বলেও জানা যাচ্ছে। তবে শুধু সব্যসাচী নন। তাঁদের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ডিজাইনারের নাম। সঙ্গীতে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। মেহেন্দিতে ক্যাটরিনা পরবেন আবু জানির ডিজাইন করা পোশাক। অন্যদিকে ভিকি কৌশল মেহেন্দি ও সঙ্গীতে পরবেন কুণাল রাওয়াল ও রাঘবেন্দ্র রাঠৌরের ডিজাইন করা পোশাক। তবে বিয়ের রিসেপশনেও দুজনে বেছে নিয়েছেন সব্যসাচীরই ডিজাইন। মেহেন্দিতে ক্যাটরিনা একটি স্পেশাল মেহেন্দি পরবেন যার দাম ১ লক্ষ টাকা।
advertisement
প্রসঙ্গত, দীপাবলিতে পরিচালক কবীর খানের বাড়িতে গোপনে আংটি বদল করেছেন ক্যাটরিনা ও ভিকি (Katrina Kaif Vicky Kaushal wedding)। সেই রোকা সেরেমনিতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2021 1:36 PM IST