Katrina Kaif Vicky Kaushal wedding : প্রস্ততি চলছে জোরকদমে! বিয়ের কেনাকাটা করতে বেরোলেন ক্যাটরিনার মা

Last Updated:

Katrina Kaif Vicky Kaushal wedding : বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি। বিভিন্ন মহলে এখনও আলোচনা হচ্ছে, বিয়েটা আদৌ হচ্ছে তো?

বিয়ের কেনাকাটা করতে বেরোলেন ক্যাটরিনার মা
বিয়ের কেনাকাটা করতে বেরোলেন ক্যাটরিনার মা
#মুম্বই: রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আসর বসছে ৭ ডিসেম্বর থেকে (Katrina Kaif Vicky Kaushal wedding)। বিয়ের অনুষ্ঠান চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিয়ের আর বেশি দেরী নেই। তাই বিয়ের কেনাকাটাও চলছে জোর কদমে। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রার এলাকায় কেনাকাটা করতে দেখা গেল ক্যাটরিনার মা সুজান টারকোটকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন অভিনেত্রীর মা। অনুমান করা হচ্ছে, মেয়ের বিয়ের জন্যই কেনাকা‌টা করছেন তিনি।
বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি। বিভিন্ন মহলে এখনও আলোচনা হচ্ছে, বিয়েটা আদৌ হচ্ছে তো? কিন্তু ক্যাটরিনার মা-কে শপিং করতে দেখে অনেকেই আন্দাজ করছেন বিয়েটা হচ্ছেই। বিয়েতে কোনদিন কী পোশাক পরবেন তাও ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন তারকা জুটি। বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) দিন ভিকি ও কৌশল দুজনেই পরছেন সব্যসাচী মুখোপাধ্যয়ের ডিজাইন করা পোশাক। তবে শুধু সব্যসাচী নন। তাঁদের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ডিজাইনারের নাম।
advertisement
advertisement
যেমন মেহেন্দিতে ক্যাটরিনা পরবেন আবু জানির ডিজাইন করা পোশাক। বলিউডের বিয়েতে মণীশ মালহোত্রা থাকবেন না তা কী ভাবে হয়! সঙ্গীতে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। অন্যদিকে ভিকি কৌশল মেহেন্দি ও সঙ্গীতে পরবেন কুণাল রাওয়াল ও রাঘবেন্দ্র রাঠৌরের ডিজাইন ককা পোশাক। তবে বিয়ের রিসেপশনেও দুজনে বেছে নিয়েছেন সব্যসাচীরই ডিজাইন। মেহেন্দিতে ক্যাটরিনা একটি স্পেশাল মেহেন্দি পরবেন যার দাম ১ লক্ষ টাকা। দীপাবলিতে পরিবারকে নিয়ে রোকা সেরেমনি সেরেছেন দুজনে। বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) পরের প্ল্যানিংও প্রায় ঠিক দুজনের। জানা যাচ্ছে, জুহুর এক বহুতলে বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন হবু দম্পতি। সেই নতুন বাসস্থানের ইন্টেরিয়র দেখছেন ক্যাটরিনা কাইফ। এই গ্র্যান্ড ওয়েডিং এর দায়িত্বে রয়েছে একাধিক ইভেন্ট কোম্পানি। বিয়েতে একাধিক ইভেন্ট রয়েছে। সেগুলির জন্য ভিন্ন ইভেন্ট কোম্পানি রয়েছে। বিয়ের অনুষ্ঠানে ফোনের উপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানা যাচ্ছে।
advertisement
ক্যাটরিনা ও ভিকির বিয়েতে (Katrina Kaif Vicky Kaushal wedding) নিমন্ত্রিত কারা তা নিয়েও জল্পনা চলছে। জানা যাচ্ছে, সলমন খান ও তাঁর গোটা পরিবার নিমন্ত্রিত থাকবেন। তবে বিয়েতে সলমন আসবেন না বলেই শোনা যাচ্ছে। সেই কারণ নিয়েও আলোচনা চলছে। এছাড়া বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শে‌ট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল এবং আরও অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal wedding : প্রস্ততি চলছে জোরকদমে! বিয়ের কেনাকাটা করতে বেরোলেন ক্যাটরিনার মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement