Bigg Boss 15: করণ-তেজস্বী বিয়ে করলেন বিগবসের ঘরেই? মুহূর্তে ভাইরাল ছবি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bigg Boss 15: এবারের সিজনে বিগবসের ঘরে পরস্পরের বিশেষ বন্ধু হয়ে উঠেছেন করণ ও তেজস্বী। এমনকি স্বীকারও করে নিয়েছেন, তাঁরা সম্পর্কে আছেন।
#মুম্বই: বিগবস ১৫-য় (Bigg Boss 15) দর্শকদের নজর কাড়ছে করণ কুন্দ্রা (Karan Kundra) ও তেজস্বী প্রকাশের (Tejaswi Prakash) রসায়ন। বিগবসের ঘরে প্রতি সিজনেই তৈরি হয় নতুন জুটি। এবারের সিজনে বিগবসের ঘরে পরস্পরের বিশেষ বন্ধু হয়ে উঠেছেন করণ ও তেজস্বী। এমনকি স্বীকারও করে নিয়েছেন, তাঁরা সম্পর্কে আছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে তৈরি হ্যাশট্যাগ 'তেজরান' (TejRan) এই মুহূর্তে ট্রেন্ডিং। দুজনের রসায়ন সম্পর্কে মিশ্র রসায়ন আসছে।
করণ (Karan Kundra) ও তেজস্বী (Tejaswi Prakash) দুজনের অনুরাগীরাই তাঁদের এই জুটি নিয়ে বেশ উত্তেজিত। এমনকি করণ ও তেজস্বীর থেকে তাঁদের অনুরাগীরাই যেন এই সম্পর্ক নিয়ে বেশি ভাবছেন। আর এবার ভাইরাল হল তেজস্বী ও করণের বিয়ের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, নবদম্পতির বেশে বসে রয়েছেন দুই তারকা। করণ সিঁদুর পরানোর চেষ্টা করছেন তেজস্বীকে। ছবিটি দেখেই স্বাভাবিক ভাবে অবাক নেটিজেন। অনেকেই মনে করছেন, তাহলে কি বিগবসের ঘরে বিয়েটা সেরে ফেললেন দুজনে? কিন্তু না। এটি নাকি ফোটোশপের মাধ্যমে তৈরি করা ছবি।
advertisement
advertisement
Tejran Fam you rock. An edit by @tejrankideewani TEJRAN TOGETHER FOREVER pic.twitter.com/wrT0cYXFy9
— Tejran Trends Official FC (@Tejran_Fanclub) November 28, 2021
ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রশমি দেসাইকেও। তিনি তেজস্বীর (Tejaswi Prakash) মাথার টিকলি ঠিক করে দিচ্ছেন। রশমির সঙ্গেই বিগবসে (Bigg Boss 15) ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছেন দেবলীনা ভট্টাচার্য, রাখি সাওয়ান্ত ও তাঁর বর ঋতেশ। করণ ও তেজস্বীর প্রেমে তাঁদের অনুরাগীরা মজলেও, সলমন খান মোটেও খুশি নন। কারণ করণকে (Karan Kundra) নাকি প্রেম করতেই দেখা যাচ্ছে বিগবসের ঘরে। খেলায় তাঁর কোনও মন নেই। আর সেই জন্য উইকেন্ড কি ভার-এ সলমনের বকুনি খেয়েছেন করণ।
advertisement
গত সপ্তাহেই বিগবসের (Bigg Boss 15) ঘর থেকে বেরিয়ে গিয়েছেন জয় ভানুশালী, বিশাল কোটিয়ান, নেহা ভসিন ও সিম্বা নাগপাল। এই মুহূর্তে বিগবসের ঘর ভিআইপি ও নন-ভিআইপি এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। ওয়াইল্ড কার্ড প্রতিযোগীরাই ভিআইপি। আর নন-ভিআইপিদের মধ্যে রয়েছেন শমিতা শেট্টি, প্রতীর সেহজপাল, নিশান্ত ভাট, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, উমর রিয়াজ ও রাজীব। দর্শকদের পছন্দের প্রতিযোগীদের মধ্যে এগিয়ে রয়েছেন প্রতীক ও শমিতা। কিন্তু দেখার শেষ পর্যন্ত জয়ের মুকুট কার মাথায় ওঠে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2021 7:50 PM IST