Katrina Kaif Vicky Kaushal wedding : ওমিক্রন- এর কোপ ভিকি-ক্যাটরিনার বিয়েতে? অতিথি তালিকা ছোট করছেন তারকা জুটি

Last Updated:

Katrina Kaif Vicky Kaushal wedding : বিয়ে হবে ৯ ডিসেম্বর। তার আগে ৭ ডিসেম্বর থেকে মেহেন্দি, সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠানগুলি হবে। বিয়েতে নিমন্ত্রিত সংখ্যা ২০০ বলেই জানাচ্ছেন ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ সূত্র।

পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? ক্যাটরিনা-ভিকি হানিমুনে কোথায় যাবেন
পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? ক্যাটরিনা-ভিকি হানিমুনে কোথায় যাবেন
#মুম্বই: মুখে কুলুপ এঁটে রেখেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কিন্তু দুজনের বিয়ের জল্পনা জারি রয়েছে। জানা যাচ্ছে ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের রাজবাড়িতে বসবে বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)। সঙ্গীত সেরেমনির কোরিয়োগ্রাফি করণ জোহর ও ফারহান করবেন বলেও শোনা যাচ্ছে। বিয়ে যে রাজকীয় কায়দায় হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাজস্থানের রনথম্বোর অঞ্চলে ৪৫ টি হোটেল বুক করেছেন ক্যাটরিনা ও ভিকি।
বিয়ে (Katrina Kaif Vicky Kaushal wedding)হবে ৯ ডিসেম্বর। তার আগে ৭ ডিসেম্বর থেকে মেহেন্দি, সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠানগুলি হবে। বিয়েতে নিমন্ত্রিত সংখ্যা ২০০ বলেই জানাচ্ছেন ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ সূত্র। তাঁর কথায়, "এখানকার হোটেলগুলি খুব বড় নয়। রনথম্বোরের বেশির ভাগ হোটেলগুলিই ছোট। ৪০ টি হোটেল বুক করা অবাক হওয়ার মতো কিছু নয়। বহু বলিউডের সেলেব্রিটি বিয়েতে আসছেন।"
advertisement
advertisement
কিন্তু এর মধ্যেই আর একটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, করোনার নতুন প্রজাতি ওমিক্রন-এর (Omicron) জন্য নাকি ক্য়াটরিনা ও ভিকি অতিথিদের সংখ্যা কমানোর পরিকল্পনা করছেন। এক সূত্রের কথায়, "তারকা দুটি তাঁদের সমস্ত সহঅভিনেতা, প্রযোজক, পরিচালকদের নিমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন নতুন করে পরিকল্পনা করছেন তাঁরা। ক্যাটরিনার তালিকায় এমন বহু অতিথি আছেন যাঁরা বিদেশ থেকে আসবেন। কিন্তু নতুন কোভিড গাইডলাইনের কথা মাথায় রেখে সেখানে কিছু পরিবর্তন হতে পারে।"
advertisement
আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেনসেস ফোর্ট বারওয়া-তে বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding)আসর বসছে। দীপাবলিতেই পরিবারকে নিয়ে রোকা সেরেমনি সেরেছেন দুজনে। কবীর খানের বাড়িতে এই আংটি বদল পর্ব মিটেছে বলে জানা যাচ্ছে। ভিকি নাকি খুব নাটকীয় কায়দায় ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। ক্যাটরিনার জন্য ডার্ক চকোলেট ব্রাউনি অর্ডার করেছিলেন ভিকি। সেই ব্রাউনির মধ্যেই একটি নোট ছিল, যেখানে বিয়ের প্রস্তাব ছিল। তবে ভিকির ইচ্ছে ছিল শ্যুটিং শিডিউল দেখে ২০২২ এর মে মাসে বিয়ে করার। কিন্তু গ্রীষ্মে বিয়ে করতে নারাজ ক্যাটরিনা। কারণ ভেন্যুটা হল রাজস্থান।
advertisement
এই গ্র্যান্ড ওয়েডিং এর দায়িত্বে রয়েছে একাধিক ইভেন্ট কোম্পানি। বিয়েতে একাধিক ইভেন্ট রয়েছে। সেগুলির জন্য ভিন্ন ইভেন্ট কোম্পানি রয়েছে। বিয়ের অনুষ্ঠানে ফোনের উপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানা যাচ্ছে। বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শে‌ট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল এবং আরও অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal wedding : ওমিক্রন- এর কোপ ভিকি-ক্যাটরিনার বিয়েতে? অতিথি তালিকা ছোট করছেন তারকা জুটি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement