Katrina Kaif Vicky Kaushal Honeymoon : টানা দু'মাসের লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট! কোথায় আর কবে জানেন?

Last Updated:

Katrina Kaif Vicky Kaushal Honeymoon : খুব শীঘ্রই শ্যুটিং সেটে ফিরবেন ক্যাটরিনা ও ভিকি। আর তাই প্রশ্ন উঠছে, তা হলে কি মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারকা জুটি?

টানা দু'মাসের লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট
টানা দু'মাসের লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট
#মুম্বই: বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আজ শুক্রবারই রাজস্থান থেকে মুম্বই ফিরেছেন নবদম্পতি। শোনা যাচ্ছে মুম্বইতে একটি রিসেপশনের আয়োজন করবেন ভি-ক্যাট। তবে ফের কাজে যোগ দিতে বেশি দেরি করবেন না তারকা জুটি। খুব শীঘ্রই দুজনেই শ্যুটিং সেটে ফিরবেন ক্যাটরিনা ও ভিকি। কারণ বেশ কিছু ছবির কাজ অর্ধেক হয়ে রয়েছে। আর তাই প্রশ্ন উঠছে, তা হলে কি মধুচন্দ্রিমায় (Katrina Kaif Vicky Kaushal Honeymoon)যাচ্ছেন না তারকা জুটি?
শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং শেষ হওয়ার পরে নাকি লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট। বলিউড লাইফের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্যুটিং সেরে ক্যাটরিনা ও ভিকি যাচ্ছেন ইউরোপে। সেটাই হবে তাঁদের হানিমুন (Katrina Kaif Vicky Kaushal Honeymoon)। তবে ইউরোপের একটি বা দুটি দেশ নয়। গোটা মহাদেশের অধিকাংশটাই প্রায় ঘুরে দেখার পরিকল্পনা আছে নবদম্পতির। ইউরোপের বেশ কয়েকটি দেশে বেশ কয়েকদিন ধরে থাকবেন বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে নাকি টানা দু'মাস ইউরোপে হানিমুনের পরিকল্পনা ক্যাটরিনা ও ভিকির। আর তাই ছবির শ্যুটিং সেরে তবেই যাবেন ভি-ক্যাট।
advertisement
advertisement
প্রসঙ্গত, ক্য়াটরিনা ও ভিকির বিয়েতে (Katrina Kaif Vicky Kaushal wedding) প্রথম থেকেই ছিল কড়া নিরাপত্তা। প্রথম থেকেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। এমনকি বিয়ের অনুষ্ঠানের আগে পর্যন্ত বিয়েটা আদৌ হচ্ছে নাকি স্রেফ গুজব, এমন জল্পনাও চলছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান করলেন স্বয়ং ভি-ক্যাট। নিজেরাই ছবি পোস্ট করলেন নবদম্পতি। বৃহস্পতিবার দুপুর ৩.৩০টেয় ক্যাটরিনা ও ভিকির বিয়ের লগ্ন ছিল। বিয়ের ছবি এর পরে নিজেরাই পোস্ট করেন তাঁরা। ছবির ক্যাপশনে নবদম্পতি লেখেন, "যা কিছু এবং যারা আমাদের দুজনকে এক করেছে এই সুন্দর মুহূর্তের জন্য সেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। তাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।"
advertisement
প্রসঙ্গত, ভিকির ভাই সানি কৌশল শুভেচ্ছা জানিয়েছে একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, "আজ মনে আর এক জনের জন্য জায়গা তৈরি হয়ে গেল। পরজাইজি (বউদি), তোমায় পরিবারে স্বাগত। অনেক অনেক ভালোবাসা এবং এই সুন্দর জুটি যাতে সারাজীবন সুখী থাকে তার জন্য অনেক শুভেচ্ছা।" অন্যদিকে ক্যাটরিনার বোন ইসাবেলা কাইফ লিখেছেন, "গতকাল আমি একজন ভাই পেলাম। আমাদের পাগল পরিবারে তোমায় স্বাগত। আমাদের সৌভাগ্য যে তোমায় পেয়েছি। সারাজীবন খুব ভালো ও সুখী থাকো তোমরা দুজন, অনেক শুভেচ্ছা।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal Honeymoon : টানা দু'মাসের লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট! কোথায় আর কবে জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement