Home /News /entertainment /

Katrina Kaif Vicky Kaushal wedding : ক্যাটরিনাকে 'বউদি' বলে সম্বোধন! ভিকির ভাইয়ের কাণ্ড দেখে মুগ্ধ নেটিজেন

Katrina Kaif Vicky Kaushal wedding : ক্যাটরিনাকে 'বউদি' বলে সম্বোধন! ভিকির ভাইয়ের কাণ্ড দেখে মুগ্ধ নেটিজেন

'বউদিকে পরিবারে স্বাগত'! ভিকির ভাইয়ের পোস্টে মজেছেন নেটিজেন

'বউদিকে পরিবারে স্বাগত'! ভিকির ভাইয়ের পোস্টে মজেছেন নেটিজেন

Katrina Kaif Vicky Kaushal wedding : সোশ্যাল মিডিয়ায় ভিকির ভাই সানি কৌশলও (Sunny Kaushal) একটি বিশেষ পোস্ট করলেন যা নেটিজেনদের চোখ এড়ায়নি।

 • Share this:

  #মুম্বই: রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিয়ে করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল(Katrina Kaif Vicky Kaushal wedding) । বহু জল্পনার সত্ত্বেও মুখে কুলুপ এঁটেছিলেন তারকা জুটি। বিয়ে হওয়ার পরে নিজেরাই সব জল্পনার অবসান করলেন। বিয়ের ছবি নিজেরাই পোস্ট করলেন ক্যাটরিনা ও ভিকি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে বহু অনুরাগী ও বলিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় ভিকির ভাই সানি কৌশলও (Sunny Kaushal) একটি বিশেষ পোস্ট করলেন যা নেটিজেনদের চোখ এড়ায়নি।

  ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে তাঁকেও বহুবার জিজ্ঞাসা করেছে সংবাদমাধ্যম। কিন্তু তিনিও মুখ খোলেননি। বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) পরে ক্যাটরিনা ও ভিকির বিয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখলেন, "আজ মনে আর এক জনের জন্য জায়গা তৈরি হয়ে গেল। পরজাইজি, তোমায় পরিবারে স্বাগত। অনেক অনেক ভালোবাসা এবং এই সুন্দর জুটি যাতে সারাজীবন সুখী থাকে তার জন্য অনেক শুভেচ্ছা।" বউদিকে পঞ্জাবিতে পরজাইজি বলা হয়। ক্যাটরিনাকে পরজাইজি বলে সানির সম্বোধন বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

  আরও পড়ুন - ক্যাটরিনার হাতে নীলা বসানো হিরের আংটি! দাম জেনে অবাক নেটিজেন

  অভিনেতা করণ সিং ছাবড়া এই পোস্টে কমেন্ট করেছেন, "পরজাইজি শুনে খুব ভালো লাগল। দুই পরিবারকেই অনেক শুভেচ্ছা।" এছাড়াও আরও বলিউড তারকা সানির পোস্টে কমেন্ট করেছেন। ক্যাটরিনার বোন ইসাবেলা কাইফও একটি পোস্ট করেছেন। তিনি লিখছেন, "গতকাল আমি একজন ভাই পেলাম। আমাদের পাগল পরিবারে তোমায় স্বাগত। আমাদের সৌভাগ্য যে তোমায় পেয়েছি। সারাজীবন খুব ভালো ও সুখী থাকো তোমরা দুজন, অনেক শুভেচ্ছা।"

  বৃহস্পতিবার দুপুর ৩.৩০টেয় ক্যাটরিনা ও ভিকির বিয়ের লগ্ন ছিল। বিয়ের ছবি এর পরে নিজেরাই পোস্ট করেন তাঁরা। ছবির ক্যাপশনে নবদম্পতি লেখেন, "যা কিছু এবং যারা আমাদের দুজনকে এক করেছে এই সুন্দর মুহূর্তের জন্য সেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমরা একটা নতুন যাত্রা শুরু করলাম। তাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।" ক্যাটরিনার পরনে ছিল টুকটুকে লাল লেহেঙ্গা ও চোলি। সঙ্গে গা ভর্তি গয়না। ভিকির পরনে বেজ রঙের শেরওয়ানি। আর তার সঙ্গে গলায় ভারী গয়না (Katrina Kaif Vicky Kaushal wedding)।

  আরও পড়ুন - লাজে রাঙা নববধূ ক্যাটরিনা! ভিকির গলায় মালা পরিয়ে দিলেন নায়িকা, দেখুন অ্যালবাম

  প্রসঙ্গত, বলিউডের তারকারাও শুভেচ্ছা জানান তারকা জুটিকে। আলিয়া ভাট লেখেন, "ও মাই গড! তোমাদের দুজনকে একসঙ্গে কী দারুণ দেখতে লাগছে।" প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, "আমি খুব খুশি তোমাদের জন্য। মেরে ইয়ার কি শাদি হ্যায়। দুজনকেই শুভেচ্ছা। তোমরা পরস্পরের জন্য একদম ঠিক।"

  Published by:Swaralipi Dasgupta
  First published:

  Tags: Katrina kaif, Vicky Kaushal, Vicky Kaushal and Katrina Kaif Wedding

  পরবর্তী খবর