কার্তিকের জীবনে অরিজিৎ যোগ, মুক্তি পাচ্ছে 'শেহজাদা'র গান, গায়ককে নিয়ে কী লিখলেন নায়ক? জানুন
- Published by:Anulekha Kar
Last Updated:
কার্তিক আরিয়ানের নতুন ছবি শেহজাদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে।
নয়াদিল্লি: কার্তিক আরিয়ানের নতুন ছবি শেহজাদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে।শেষ ভুলভালাইয়া ২-তে দেখা গিয়েছিল তাঁকে। সিনেপ্রেমীদের মনে ইতিমধ্যেই ঝড় তুলেছে শেহজাদার ট্রেলার। এর মাঝেই ২৫ জানুয়ারি প্রকাশ পেতে চলেছে শেহজাদার প্রথম গান।
শেহজাদার প্রথম গান নিয়ে ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রমীরা। শেহজাদের প্রথম গান প্রকাশের খবর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই নেটিজেনদের কাছে পৌঁছে দিলেন কার্তিক আরিয়ান নিজেই। গানটি কার গাওয়া তাও জানিয়ে দিলেন অভিনেতা।
advertisement
advertisement
শেহজাদার এই গানটি অরিজিৎ সিং-এর গাওয়া বলেই জানা গিয়েছে। কার্তিক ট্যুইট করে লিখেছেন, 'আমার মুখ আর অরিজিৎয়ের গান, সঙ্গে আগুনের ইমোও শেয়ার করেছেন এই অভিনেতা। এর থেকেই বোঝাই যাচ্ছে শেহজাদার নতুন গান দর্শকমহলে বেশ আলোরণ ফেলতে পারে বলেই মনে করছেন কার্তিক। তিনি আরও লিখেছেন 'আমার ছবিতে অরিজিৎ-এর গান থাকবে না তা কখনও হতেই পারে না' ।
advertisement
Up next… Aaryan Ki Shakal, Arijit ki Awaaz 🔥 PS: meri film mein @arijitsingh ka gaana na ho aisa kaise ho sakta hai ❤️ Tomorrow…. #Shehzada 👑
— Kartik Aaryan (@TheAaryanKartik) January 23, 2023
ট্যুইটটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। অরিজিতের এই নতুন গান শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অরিজিৎ প্রেমীরা। সব মিলিয়ে বলা যেতেই পারে শেহজাদার এই নতুন গান নিয়ে বেশ ভাল রকমই প্রত্যাশা জেগেছে দর্শক মহলে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 4:54 PM IST