বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন
- Published by:Anulekha Kar
Last Updated:
প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি।
নয়াদিল্লি: ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'পাঠান'। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকন অভিনিত এই ছবির জন্য বহুদিন ধরেই অপক্ষায় বসে আছেন দর্শক মহল। ইতিমধ্যেই প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি।পাঠানের প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যা অনুযায়ী পাঠানের কাছে হার মেনেছে হৃত্বিক রোশনের 'ওয়ার'। 'ওয়ার' এর প্রথম দিনে ৪.১০ লক্ষ টিকিট বিক্রি হলেও পাঠানের প্রথম দিনে আগাম টিকিট বুকিং হয়েছে প্রায় ৪.১৯ লক্ষেরও বেশি।
চলচিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দেশের হিসাবে কোন ছবির প্রথম দিনের আগাম বুকিংয়ের সংখ্যা কত ছিল তা নিয়ে ইতিমধ্যেই একটি ট্যুইট শেয়ার করেছেন। যা থেকে জানা গিয়েছে, আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল 'বাহুবলী ২'(হিন্দি)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।
advertisement
advertisement
দ্বিতীয় ছবি হল 'কেজিএফ ২' (হিন্দি) । প্রথম দিনে ৬.৫০ লক্ষ আগাম বুকিং হয় এই ছবিতে। আগাম বুকিংয়ের সংখ্যা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে 'পাঠান'। পাঠানের প্রথম দিনে শো দেখতে আগাম বুকিং হয়েছে ৪.১৯ লক্ষ ।
advertisement
TOP 5 Ticket Sales Of *Day 1*… #Hindi and #Hindi dubbed films… NOTE: National chains only. 1. #Baahubali2 #Hindi 6.50 lacs 2. #KGF2 #Hindi 5.15 lacs 3. #Pathaan 4.19 lacs* [1 day pending] 4. #War 4.10 lacs 5. #TOH 3.46 lacs pic.twitter.com/JzUmqbVRPK
— taran adarsh (@taran_adarsh) January 23, 2023
advertisement
বুধবার মুক্তি পেতে চলেছে পাঠান। এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। এখনও পর্যন্ত প্রি বুকিংয়ের হিসাব দেখে বলা যেতেই পারে বলিউডে ঝড় তুলতে পারে শাহরুখের 'পাঠান'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 4:11 PM IST