#মুম্বই: করোনার জন্য বাড়িতেই রয়েছেন বলিউডের সেলেবরা। বাড়িতে আটকে থাকতে হচ্ছে করিনা কাপুর খান ও তাঁর পরিবারকেও। তবে এই লকডাউনে বেজায় খুশি ছোটে নবাব। মা-বাবা কেউ যাচ্ছে না শ্যুটিংয়ে। তাই সারাদিন খেলা করতে পারছে তৈমুর। তৈমুরের দুষ্টু মিষ্টি ছবি শেয়ার করলেন মা করিনা।
কয়েক মাস আগেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন করিনা। সেখানে মাঝে মধ্যেই বাড়িতে কিভাবে কাটছে তাঁদের দিন, তা তিনি পোস্ট করেন। এবার বাবা সইফের পিঠে চড়লো তৈমুর। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেবো লিখলেন, " সইফ বলেছে, আমি সব সময় তোমার পিছনে থাকবো। ব্যস টিম আর দেরি না করে উঠে পড়ে বাবার পিঠে।" এই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়।
View this post on InstagramSaif said, "I always got your back"... Tim took it literally . #FavouriteBoys #QuarantineMornings
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kareena Kapoor Khan, Saif Ali khan, Taimur Ali Khan