Kareena Kapoor Khan: দেশের জনসংখ্যায় সইফের বিশাল অবদান, তৃতীয় বার মা হওয়ার গুঞ্জনের মাঝেই বললেন করিনা

Last Updated:

করিনার আগে সইফ বিয়ে করেছিলেন অমৃতা সিংকে। অমৃতা ও সইফ-এর দুই সন্তান। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।

#মুম্বই: সত্যিই ফের মা হতে চলেছেন করিনা কপূর খান? সইফ আলি খানের স্ত্রী তৃতীয় বার অন্তঃসত্ত্বা হতে চলেছেন, এমন গুঞ্জন রটেছে নেটদুনিয়ায়। তাঁর সাম্প্রতিক ছবি দেখেই এমন ধারণা হয়েছে নেটিজেনদের। যেখানে দেখা যাচ্ছে, তাঁর পেটের একাংশ ফোলা। সকলে বেবি বাম্প বলে মাতামাতি শুরু করে দিয়েছেন।
কিন্তু করিনা এ বার নিজের মুখে সেই গুঞ্জনকে নস্যাৎ করলেন। রসিক জবাবে মন জয় করলেন তাঁর ভক্তদের।
advertisement
করিনা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'পাস্তা এবং ওয়াইনের কারণে এটা হয়েছে বন্ধুরা... শান্ত হও... আমি অন্তঃসত্ত্বা নই...উফ... সইফ নিজে বলেছে, ইতিমধ্যেই এই দেশের জনসংখ্যায় বিশাল অবদান ওর। আনন্দে থাকো। কেকেকে (করিনা কপূর খান)।'
advertisement
এই বার্তার পর এ কথা স্পষ্ট যে, ওয়াইন এবং পাস্তা খাওয়ার ফলেই তাঁর ওজন বেড়েছে এবং পেট ফুলেছে। সেটি বেবি বাম্প নয়। তিনি তাঁর দুই পুত্র তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান (জেহ)-কে নিয়েই সন্তুষ্ট। আপাতত তিনি স্বামীর সঙ্গে লন্ডনে ঘুরতে গিয়েছেন। সেখানেই একটি পার্টির ছবি নিয়ে জল্পনা শুরু হয়।
advertisement
এর আগেও একই ভাবে জেহ-এর জন্মের পরে করিনাকে আবার অন্তঃসত্ত্বা বলে ভুল করেন অনেকে। তখন করিনা এক সাক্ষাৎকারে বলেন, ''সইফ পঞ্চম বার বাবা হতে নিশ্চয়ই চাইবে না। কারণ ওর ২০, ৩০, ৪০ এব‌ং ৫০, সব বয়সেই একটি করে সন্তান হয়েছে।''
advertisement
করিনার আগে সইফ বিয়ে করেছিলেন অমৃতা সিংকে। অমৃতা ও সইফ-এর দুই সন্তান। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। করিনা জানান, সারা এবং ইব্রাহিমকে নিজের বন্ধু মনে করেন সইফ। সারা ও ইব্রাহিম অনেক কিছুই শেয়ার করেন তাঁদের বাবার সঙ্গে। আবার অনেক কিছুই লুকিয়ে যান। যা টিনেজ বয়সে খুব স্বাভাবিক। চার সন্তানকে নিয়ে সুখে রয়েছেন সইফ। তাই আর এক সদস্য নিয়ে আসার কোনও প্রয়োজন নেই তারকা দম্পতির।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor Khan: দেশের জনসংখ্যায় সইফের বিশাল অবদান, তৃতীয় বার মা হওয়ার গুঞ্জনের মাঝেই বললেন করিনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement