Bollywood News: রানি-কাজলের পরিবারে ফের দুঃসংবাদ! প্রয়াত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood News: প্রয়াত কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকু রণ মুখোপাধ্যায়। শোকের ছায়া পরিবারে।
মুম্বই: মুখোপাধ্যায় পরিবারে দুঃসংবাদ। প্রয়াত কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকু রণ মুখোপাধ্যায়। তাঁর মেয়ে সর্বাণী মুখোপাধ্যায় প্যায়ার হ্যায় (২০০৩), গড অনলি নোজ! (২০০৪), মোহনদাস (২০০৯), ৩৩২ মুম্বাই টু ইন্ডিয়া (২০১০) এবং বর্ডার (১৯৯৭)-এর মতো ছবিতে অভিনয় করেন। রণ নিজেও হ্যায়ওয়ান (১৯৭৭) এবং তু হি মেরি জিন্দেগি নামে দু’টি ছবি পরিচালনা করেন।
কঠিন সময়ে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় রণর বাড়িতে উপস্থিত হয়েছেন। সর্বাণীর সঙ্গে কাজলের ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁকে মুখোপাধ্যায়ের দুর্গাপুজোর সময় সকলের সঙ্গে দেখা যায়। মনে করা হচ্ছে, কাজল তাঁর ছবি ‘মা’-এর প্রচারের ব্যস্ততার কারণে আসতে পারেননি।
পরিচালক আশুতোষ গোয়ারিকরও রণর পরিবারের সঙ্গে দেখা করতে দেখা আসেন। পারিবারিক সূত্রে তিনি অয়নের সঙ্গে সম্পর্কিত। অভিনেতা দেব মুখোপাধ্যায়ের ছেলে অয়ন। দেবের মেয়ে সুনীতার সঙ্গে বিয়ে হয় আশুতোষের।
advertisement
advertisement
মার্চে অয়ন বাবা এবং প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায় প্রয়াত হন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অভিনেতা গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৮৩ বছর। দেব বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। যেগুলির মধ্যে রয়েছে আঁসু বান গয়ে ফুল, অভিনেত্রি, দো আঁখে, বাতোঁ বাতোঁ মে, কামিনে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 8:47 PM IST








