সাংবাদিক অরিন্দম বসুর হাত ধরে নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে বাংলা সিরিজ
Last Updated:
এর আগে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন অরিন্দম৷ নাম ছিল দ্যাট গিফট৷
#কলকাতা: নেটফ্লিক্সে এখন অভ্যস্ত শহুরে বাঙালি৷ সারাদিন সময় করে টিভি দেখার অভ্যাস প্রায় হারিয়েছে নতুন প্রজন্মের৷ তাই দিনের শেষে নিজের সময় মতো অনলাইন প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে মন দিয়েছে জেন ওয়াই৷ তাদের জন্যই এবার নতুন সিরিজ আনছেন অরিন্দম বসু৷ তবে বাংলায়৷ নাম বক্সড৷ সম্ভবত নেটফ্লিক্সে এটাই প্রথম বাংলা ওয়েব সিরিজ ৷
এর আগে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন অরিন্দম৷ নাম ছিল দ্যাট গিফট৷ গল্প এবং পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম নিজেই৷ তবে এবার একটু ব্যতিক্রম হয়েছে৷ নেটফ্লিক্সের জন্য যে সিরিজের দায়িত্বে রয়েছেন তিনি, তার গল্পটি অরিন্দম নিজে লিখলেও, চিত্রনাট্য অভিরূপ মুখোপাধ্যায়ের৷ অভিরূপের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক৷ অরিন্দমের কথায়, 'দুরন্ত চিত্রনাট্য লিখেছেন অভিরূপ৷ এমনভাবে এগিয়েছে গল্পটি যাতে দর্শকদের বেশ অস্বস্তি হবে৷ একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হবে'৷ ক্যামেরার দায়িত্বে থাকছেন রুপাঞ্জন পাল৷ 'ইয়ং টিমের সঙ্গে কাজ করে বেশ মজা রয়েছে', জানাচ্ছেন পরিচালক৷ 'কারণ নতুনদের কাজের উদ্দামই আলাদা', মানছেন অরিন্দম৷ থ্রিলার নির্ভর এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে রণজয়, অমৃতা চট্টোপাধ্যায়কে৷ এছাড়াও থাকবেন রেচল হোয়াইট, পারিজাত চক্রবর্তী, নবাগতা সুস্মিতা মুখোপাধ্যায়৷
advertisement
advertisement
'চিত্রনাট্য বেশ টানটান এবং তেমনভাবে তৈরি করা হয়েছে চরিত্রগুলি৷ এই সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি', জানিয়েছেন অমৃতা৷ অন্যদিকে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করা রণজয় জানিয়েছে যে গল্পটি শুনে তার গায়ে কাঁটা দিয়েছিল৷ অরিন্দমের পরিচালনায় বক্সড-এর প্রথম সিরিজে থাকবে ৬টি এপিসোড৷ নিউ এজ বাঙালি পরিচালকদের কাজ বারবার মুগ্ধ করেছে দর্শকদের৷ এখন অরিন্দমের সামনেও থাকছে বড় চ্যালেঞ্জ৷ তার গল্প বলার কায়দা পছন্দ হোক জেন ওয়াইের, এমন আশা থাকল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2019 8:23 PM IST