Viral Video: বউকে ছেড়ে শ্রাবন্তীকে! আবদার মেটাতে হিমশিম অবস্থা জিতুর, শেষমেশ যা করলেন অভিনেতা...

Last Updated:

Viral Video: স্ত্রী-কে ছেড়ে শ্রাবন্তীর সঙ্গে খুনসুটিতে মজেছেন অভিনেতা৷ ইতিমধ্যেই সেই ছবি, ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

বউকে ছেড়ে শ্রাবন্তীকে! আবদার মেটাতে গিয়ে হিমশিম অবস্থা জিতুর, শেষমেশ যা করলেন অভিনেতা...
বউকে ছেড়ে শ্রাবন্তীকে! আবদার মেটাতে গিয়ে হিমশিম অবস্থা জিতুর, শেষমেশ যা করলেন অভিনেতা...
কলকাতা: টলিউড অভিনেতা জিতু কমল হামেশাই থাকেন খবরের শিরোনামে৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু৷ এই মুহূর্তে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা৷ হামেশাই স্ত্রী নবনীতার সঙ্গে তার রোম্যান্স সকলের নজর কাড়ে৷ এবার স্ত্রী-কে ছেড়ে শ্রাবন্তীর সঙ্গে খুনসুটিতে মজেছেন অভিনেতা৷ ইতিমধ্যেই সেই ছবি, ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যা নিয়ে নিমেষে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷
স্ত্রী নবনীতাকে ছেড় হঠাৎ কেন শ্রাবন্তীর সঙ্গে এত সময় কাটাচ্ছেন জিতু, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন৷ শ্যুটিংয়ের ফাঁকে সময় পেতেই রিল, ফোটোশ্যুটে মজেছেন অভিনেতা৷
advertisement
ভাইরাল হওয়া রিল ভিডিওতে দেখা যাচ্ছে, নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় গান তুম দিল কি ধড়কান মে গানের সঙ্গে পোজ দিয়েছেন৷ সেই গানেই শ্রাবন্তীর উদ্দেশ্যে জিতু বলেছেন-‘তুম জো ক্যাহে দো তো চান্দ তারো কো তোড় লাউঙ্গা ম্যায়’৷ এটা বলতেই অভিনেত্রী বলেন, ‘যাও তাহলে আমার জন্য চাঁদ নিয়ে এসো’৷ ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
অভিনেত্রীর এই বায়নাক্কা সামলাতে গিয়েই হাল খারাপ হয়েছে শ্রাবন্তীর৷ হিরোইনকে পটাতে গিয়েই মহাবিপদে পড়ে গেলেন অভিনেতা৷ এবার কোথা থেকে চাঁদ-তারা এনে দেবেন, তা নিয়েই ধন্দে পড়ে গেছেন জিতু৷ এর কোনও জবাব না দিতে পেরে মুখ ছোট করেই চলে যান অভিনেতা৷
advertisement
ভিডিওর ক্যাপশনে লেখা-‘কেন তুমি আমার সঙ্গে এমন রসিকতা করছ?’ এর উত্তর দিতেও ছাড়েননি শ্রাবন্তী৷ তিনি লেখেন- ‘এটাই আমি ভালবাসি৷’ এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: বউকে ছেড়ে শ্রাবন্তীকে! আবদার মেটাতে হিমশিম অবস্থা জিতুর, শেষমেশ যা করলেন অভিনেতা...
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement